মিরাট,16 জুলাই:যোগীরাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু। মর্মান্তুিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের মিরাট। মৃত পাঁচ জনই হরিদ্বার থেকে কানওয়াড় যাত্রা সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে। কানওয়াড়ি বা শিবের উপাসকদের গাড়ি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসাতেই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মিরাটের ভাওয়ানপুরের কাছে ঝুলে থাকা বৈদ্যুতিক তার দেখতে পাননি গাড়ির চালক । তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তীর্থযাত্রীরা । ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ভাওয়ানপুরের রালি চৌহান গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতটা নীচুতে তার কেন ঝোলানো থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রামবাসীদের তৎপরতায় জখম তীর্থযাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল । বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা।
জেলা শাসক দীপক মীনা জানাচ্ছেন, 11কেভি-র বৈদ্য়ুতিক তার গাড়িটির সংস্পর্শে আসে । এর আগে জুন মাসেই ত্রিপুরায় উলটো রথের দিন হাই টেনশন তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় 7 ভক্তের। অগ্নিদগ্ধ হন মোট 16 জন ৷ একই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মিরাটে। এই কানওয়াড় যাত্রা দেশের অন্যতম আলোচিত তীর্থ যাত্রা । শিবের উপাসকরা কানওয়াড়ি নামে পরিচিত ।