কেদারনাথ হল ভারতের শিবমন্দিরগুলির মধ্যে অন্যতম ৷ উত্তরাখণ্ড রাজ্যে ভগবান শিবের যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে সর্বোচ্চ (Kedarnath Temple)৷ এটি মন্দাকিনী নদীর কাছে গাড়ওয়াল হিমালয় রেঞ্জে অবস্থিত ৷ এই পবিত্র ধাম প্রচণ্ড ঠান্ডা ও ভারী তুষারপাতের কারণে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বন্ধ থাকে ৷ এই মন্দিরটি 2013 সালে ভয়াবহ বন্যার মধ্যে পড়েও বেঁচে গিয়েছিল ৷ যা এর পবিত্রতাকে ভক্তদের চোখে বাড়িয়ে তুলেছিল ৷
গুজরাতে অবস্থিত সোমনাথ হল 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম ৷ সোমনাথ শব্দের অর্থ হল 'চন্দ্রের প্রভু' ৷ যা ভগবান শিবের একটি রূপ ৷ এই সোমনাথ মন্দিরটি শতাব্দী ধরে বহুবার ধ্বংস ও পুনর্নির্মিত হয়েছে বলে বিশ্বাস করা হয় (Somnath Temple)৷
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত অমরনাথ (Amarnath)৷ তবে গ্রীষ্মকালেও খুব কম সময়ের জন্যই এখানে যাওয়া সম্ভব হয় ৷ কারণ তীব্র ঠান্ডায় বছরের বাকি সময় পুরো রাস্তা বরফে ঢাকা থাকে ৷ আর এই মাত্র ক'দিনেই সেখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয় ৷ এটি গুহার মধ্যে অবস্থিত ৷ আশ্চর্যজনকভাবে গুহার চুঁইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের সৃষ্টি হয় ৷
স্থানীয়ভাবে পেরুভুদাইয়ার কোভিল এবং থানজাই পেরিয়া কোভিল নামে পরিচিত বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত (Brihadeshwar Temple)৷ এই মন্দিরটি 1 হাজার বছরেরও বেশি পুরনো এবং মন্দিরের টাওয়ারটি 216 ফুট উঁচু ৷ এখানে ভগবান শিবের 5 মিটার লম্বা নৃত্যরত মূর্তি রয়েছে অর্থাৎ নটরাজ রূপের পুজো হয় ৷ ইতিমধ্যেই এই মন্দিরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে ইউনেসকো ৷ তাদের মতে এটি 'গ্রেট লিভিং চোলা টেম্পলস' ৷ মন্দিরটি গ্রানাইট পাথরের তৈরি ৷ এটিই বিশ্বের প্রথম মন্দির যেটি সম্পূর্ণ গ্রানাইট পাথরে তৈরি ৷
উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের ভস্ম আরতি বিখ্যাত (Mahakaleshwar Mandir)৷ ভগবান শিব এখানে মহাকাল নামে পরিচিত ৷ যাকে সময় ও মৃত্যুর দেবতা বলে বিশ্বাস করা হয় ৷ উজ্জয়িনীর অধিবাসীদের ধর্মবিশ্বাসে মহাকালেশ্বরের প্রভাব অপরিসীম ৷ শিবরাত্রির দিন এই মন্দিরের কাছে বিশাল মেলা বসে ৷ মহাকালেশ্বর মন্দিরটিকে 18টি শক্তিপীঠের একটি বলে মনে করা হয় ৷ হিন্দু পুরাণ অনুসারে, শিব যখন সতীর দেহ বহন করে নিয়ে চলেছিলেন ৷
আরও পড়ুন :সম্রাট কণিষ্কও এই শিবলিঙ্গের পুজো করতেন, জানুন রাঢ়বঙ্গের মোটাবাবার কাহিনী