চম্পাই(মিজ়োরাম), 14 নভেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল মিজ়োরামের চম্পাই এলাকা। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি প্রদত্ত তথ্যের অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.2। কম্পনের গভীরতা ছিল 30 কিলোমিটার। আজ দুটো 20 মিনিটে কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে কাঁপল মিজ়োরাম
ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি প্রদত্ত তথ্যের অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.2।
champai
ভূমিকম্পের তথ্য টুইট করে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি। টুইটে লেখা হয়, ভূমিকম্পের মাত্রা ছিল 5.2 । গভীরতা ছিল 30 কিলোমিটার। মিজ়োরামের চম্পাই শহরে 119 কিলোমিটারজুড়ে কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের উৎসস্থান চম্পাই। তবে এখনও পর্যন্ত সম্পত্তির ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই।