বাগেশ্বর (উত্তরাখণ্ড), 27 অক্টোবর : উত্তরাখণ্ডে পর্যটকদের দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ তার জেরে একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনায় এ রাজ্যের 5 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতেরা সকলেই আসানসোলের রানীগঞ্জের বাসিন্দা বলে জানা যাচ্ছে ৷ পর্যটকদের দলে আসানসোলের হাসপাতালের সহকারি সুপার কঙ্কন রায় রয়েছে বলে খবর ৷ তবে, তিনি সুস্থ রয়েছেন ৷ ওই পর্যটকদের দলে মোট 30 জন সদস্য ছিল ৷ মোট তিনটি গাড়িতে করে তাঁরা ফিরছিলেন ৷ তখনই উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷
উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, পিথোরাগড় জেলার মুন্সিয়ারি থেকে পর্যটকদের নিয়ে একটি ট্রাভেলার টেম্পো বাগেশ্বরের কৌশানী যাচ্ছিল ৷ তখনই শামা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ আরও একটি গাড়ি দুর্ঘটনায় উল্টে গিয়েছে ৷ অনেকে এই ঘটনায় আহত হয়েছেন ৷ ট্রাভেলার টেম্পোটি মুন্সিয়ারি থেকে পশ্চিমবঙ্গের পর্যটকদের নিয়ে বাগেশ্বরে ফিরছিল ৷ সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি ৷ উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট 12 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে ৷