মুম্বই, 24 জুন :গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাজারে নতুন মোবাইল আনছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইনডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Ltd) ৷ বৃহস্পতিবার মুকেশ নিজেই সেকথা ঘোষণা করেন ৷ তিনি জানান, আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা, সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে যৌথভাবে বাজারে একটি আল্ট্রা-অ্য়াফোরডেবল 4জি ফোন (ltra-affordable 4G phone) আনছে তাঁর সংস্থা ৷
এদিন ছিল রিলায়েন্সের 44তম বার্ষিক সাধারণ সভা ৷ সেখানেই বক্তব্য রাখার সময় নিজের এই পরিকল্পনার কথা জানান রিল (RIL) কর্তা ৷ সাধারণ সভার মঞ্চ থেকে ভার্চুয়ালি সংস্থার অংশীদারদের সঙ্গে বৈঠক করেন মুকেশ ৷ তিনি জানান, আগামী গণেশ চতুর্থীর দিনই (10 সেপ্টেম্বর, 2021) তাঁদের পরবর্তী পণ্য জিওফোন নেক্স্ট (JioPhone Next) বাজারে আসবে ৷
আরও পড়ুন :দেশব্য়াপী গ্রিন এনার্জির ব্যবসায় আসছে রিলায়েন্স, তিন বছরে বিনিয়োগ 75 হাজার কোটি
এদিন মুকেশ আম্বানি তাঁর সংস্থার অংশীদারদের উদ্দেশ্যে বলেন, ‘‘জিওফোন নেক্স্ট অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের (ANDROID operating system) একটি অত্যাধুনিক সংস্করণ (optimized version) দ্বারা চালিত হবে ৷ জিও এবং গুগল যৌথভাবে এটি তৈরি করছে ৷ মূলত, ভারতীয় বাজারের কথা ভেবেই এটি তৈরি করা হচ্ছে ৷’’