পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেপ্টেম্বরেই নতুন স্মার্ট ফোন আনছে রিলায়েন্স - রিলায়েন্সের নতুন স্মার্ট ফোন

গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন স্মার্ট ফোন বাজারে আনছে রিলায়েন্স ইনডাস্ট্রিজ লিমিটেড ৷ বৃহস্পতিবার একথা জানিয়েছেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি ৷ ফোনটির নাম জিওফোন নেক্স্ট ৷

JioPhone Next: Reliance, Google to launch 4G Phone on September 10, check details here
গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেপ্টেম্বরেই নতুন স্মার্ট ফোন আনছে রিলায়েন্স

By

Published : Jun 24, 2021, 8:37 PM IST

মুম্বই, 24 জুন :গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাজারে নতুন মোবাইল আনছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইনডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Ltd) ৷ বৃহস্পতিবার মুকেশ নিজেই সেকথা ঘোষণা করেন ৷ তিনি জানান, আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা, সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে যৌথভাবে বাজারে একটি আল্ট্রা-অ্য়াফোরডেবল 4জি ফোন (ltra-affordable 4G phone) আনছে তাঁর সংস্থা ৷

এদিন ছিল রিলায়েন্সের 44তম বার্ষিক সাধারণ সভা ৷ সেখানেই বক্তব্য রাখার সময় নিজের এই পরিকল্পনার কথা জানান রিল (RIL) কর্তা ৷ সাধারণ সভার মঞ্চ থেকে ভার্চুয়ালি সংস্থার অংশীদারদের সঙ্গে বৈঠক করেন মুকেশ ৷ তিনি জানান, আগামী গণেশ চতুর্থীর দিনই (10 সেপ্টেম্বর, 2021) তাঁদের পরবর্তী পণ্য জিওফোন নেক্স্ট (JioPhone Next) বাজারে আসবে ৷

আরও পড়ুন :দেশব্য়াপী গ্রিন এনার্জির ব্যবসায় আসছে রিলায়েন্স, তিন বছরে বিনিয়োগ 75 হাজার কোটি

এদিন মুকেশ আম্বানি তাঁর সংস্থার অংশীদারদের উদ্দেশ্যে বলেন, ‘‘জিওফোন নেক্স্ট অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের (ANDROID operating system) একটি অত্যাধুনিক সংস্করণ (optimized version) দ্বারা চালিত হবে ৷ জিও এবং গুগল যৌথভাবে এটি তৈরি করছে ৷ মূলত, ভারতীয় বাজারের কথা ভেবেই এটি তৈরি করা হচ্ছে ৷’’

একইসঙ্গে আম্বানি জানিয়েছেন, তাঁদের এই নতুন পণ্যটি অর্থাৎ জিওফোন নেক্স্ট ভারতের বাইরেও উদ্বোধন করা হবে ৷ সারা ভারতে তো বটেই, এমনকী সারা পৃথিবীর নিরিখেও এটি সবথেকে সস্তা স্মার্ট ফোন হবে ৷

মুকেশের মতে, এটি একটি যুগান্তকারী আবিষ্কার ৷ যার জন্য আন্তর্জাতিক মানের একটি সংস্থার সঙ্গে দেশের সেরা সংস্থাকে গাঁটছড়া বাঁধতে হয়েছে ৷ তবে পৃথিবীর অন্যান্য দেশে জিওফোন নেক্স্ট লঞ্চ করা হলেও প্রথমে সেটি ভারতের বাজারেই বিক্রির জন্য আনা হবে ৷ তারপর অন্যান্য দেশে এই ফোন আত্মপ্রকাশ করবে ৷

আরও পড়ুন :বার্ষিক বেতন 15 কোটি, করোনা আবহে তা নিলেন না মুকেশ আম্বানি

মুকেশ জানিয়েছেন, দামে সস্তা এই স্মার্ট ফোনে নানা ধরনের অত্যাধুনিক ফিচার থাকবে ৷ যার মধ্যে অন্য়তম হল, জিওফোন নেক্স্ট-এ গলার স্বর চেনার বন্দোবস্ত থাকবে ৷ থাকবে অগমেন্টেড রিয়েলিটি ফিল্টার-সহ (augmented reality filters) স্মার্ট ক্যামেরা এবং ভাষা অনুবাদ করার ব্যবস্থা ৷

প্রসঙ্গত, এর আগে গত বছরের জুলাই মাসে রিলায়েন্স ইনডাস্ট্রিজ লিমিটেডের 43তম বার্ষিক সাধারণ সভাতেই মুকেশ আম্বানি জানিয়েছিলেন, গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন স্মার্ট ফোন বাজারে আনবে তাঁর সংস্থা ৷ এদিন সেই প্রকল্পেরই রূপায়নের কথা জানালেন রিল কর্ণধার ৷

ABOUT THE AUTHOR

...view details