কলকাতা, 27 নভেম্বর: গত জুন মাসের পর একবারের জন্যও জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রক ৷ এনিয়ে কয়েকদিন আগেই অর্থমন্ত্রকের কাছে চিঠি লিখেছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ অনুরোধ করেছিলেন, দ্রুত জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকা হোক ৷ জিএসটি কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যানের সেই আবেদনে সাড়া দিল কেন্দ্র ৷ সেই মতো 5 মাস পর আগামী 17 ডিসেম্বর জিএসটি কাউন্সিলের 48তম বৈঠক হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রক (48th Meeting of GST Council will be held on 17th December) ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন ৷ জিএসটি কাউন্সিল টুইটে সেই কথা জানিয়েছে ৷
জিএসটি কাউন্সিলের টুইটে বলা হয়েছে, ‘‘17 ডিসেম্বর 2022 সালে জিএসটি কাউন্সিলের 48তম বৈঠক হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷’’ এই বৈঠকে ক্যাসিনো, অনলাইন গেম এবং ঘোড়দৌড়ের উপর জিএসটি ধার্য করার বিষয়ে প্রতিটি রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবে কেন্দ্র ৷ প্রসঙ্গত, শেষবার গত জুন মাসের 28 ও 29 তারিখ জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল ৷ তার পর থেকে একবারের জন্যও জিএসটি কাউন্সিলের বৈঠক হয়নি ৷ নিয়ম অনুযায়ী, 3 মাসে একবার এই বৈঠক করতে হয় ৷ ফলে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন অমিত মিত্র ৷