তেজপুর (অসম), 15 মে:মণিপুরে শান্তি ফেরাতে তৎপর সে রাজ্যের সরকার ৷ রাজ্যের পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানালেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং ৷ তিনি জানান, যেখানেই সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ উদ্ধার করা হয়েছে 456টি ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ৷ উপদ্রুত স্থল থেকে 3128 জনকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ৷
রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কনফারেন্সে কুলদীপ সিং বলেন যে, শনিবার লাইরামপাত এলাকায় সশস্ত্র জঙ্গিরা সেনাবাহিনীর একটি দলের উপর হামলা চালায় । গোলাগুলিতে দুই সেনা কর্মী আহত হয়েছেন । তিনি আরও জানান যে, শনিবার বিকেলে মোইরাং কুমাম লেইকাইয়ের একটি ব্রিজের নিচে একটি মৃতদেহ পাওয়া যায় ৷ অজ্ঞাত আততায়ীরা রাতে তোরবুং সাবলে চারটি বাড়ি পুড়িয়ে দেয় । আশপাশে অবস্থানরত বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে গেলে অগ্নিসংযোগকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এলাকায় বিএসএফ-এর আরও তিনটি কোম্পানি মোতায়েন করা হয়েছে ৷
নিরাপত্তা উপদেষ্টা আরও বলেছেন যে, শনিবার সকালে পাঁচটি ডাম্পার ট্রাক বাজেয়াপ্ত করা হয় ৷ জনতা দুটি ট্রাক পুড়িয়ে দিয়েছে এবং বাকি তিনটি চালক-সহ উদ্ধার করা হয়েছে । কারফিউ শিথিল করার সময় ধীরে ধীরে বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কুলদীপ সিং। পাঁচটি উপত্যকা জেলার জন্য শিথিলতার সময় একই রয়ে গেলেও, জিরিবাম জেলা সকাল 5টা থেকে বিকাল 3টা পর্যন্ত সময় ছাড় দেওয়া হয়েছে । টেংনুপাল, চান্দেল এবং কাংপোকপি জেলার জন্য, সকাল 6 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং চুরাচাঁদপুর ও ফেরজাওল জেলার জন্য কারফিউ শিথিল করা হয়নি ।