দিল্লি, 26 নভেম্বর : বিগত কয়েকদিনের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সংক্রমণের হার কিছুটা বেড়েছে । দৈনিক সংক্রমণের নিরিখে গত 24 ঘণ্টায় দেশে 44 হাজার 489 জন সংক্রমিত হয়েছেন । মৃত্যু হয়েছে 524 জনের ।
দেশে গত 24 ঘণ্টায় সংক্রমিত 44 হাজারের বেশি - ভারতে কোরোনা সংক্রমিতের সংখ্যা
দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 44 হাজার 489 জন । মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 92 লাখ 66 হাজার 705 ।
এনিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 92 লাখ 66 হাজার 705 জন । সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 52 হাজার 344 । দেশে মোট মৃতের সংখ্যা 1 লাখ 35 হাজার 223 জন । এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 86 লাখ 79 হাজার 138 জন । গতকাল সুস্থ হয়েছেন 36 হাজার 367 জন ।
গত 24 ঘণ্টায় কেরালায় সংক্রমিতের সংখ্যা 6 হাজার 491, মৃত্যু হয়েছে 26 জনের । মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন 6 হাজার 159 জন, মৃত্যু হয়েছে 65 জনের । এবং দিল্লিতে একদিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা 5 হাজার 246 জন, মৃতের সংখ্যা 99 জন ।