নয়া দিল্লি, 12 মে :করোনায় মৃত্যু হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের 44 জনের ৷ এর মধ্যে 19 জন অধ্যাপক ৷ এবং 25 জন নন-টিচিং স্টাফ ৷ এরপরেও এই বিশ্ববিদ্যালয়ে মিলছে নতুন করে সংক্রমণের খবর ৷
আলিগড় মুসলিম ইউনিভার্সিটির তারিখ মনসুর আইসিএমআর (Indian Council for Medical Research, the central government's nodal body in this crisis)-এর কাছে মৃত ব্যক্তিদের দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার অনুরোধ করেন ৷ উপাচার্যের মতে আরও বেশী প্রাণঘাতী করোনার স্ট্রেনে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মী ও অধ্যাপকদের মৃত্যু হয়েছে । সেই কারণেই নমুনা সংগ্রহ করে জেনম সিকুয়েন্সিং-য়ের অনুরোধ জানিয়েছেন তিনি ৷