আমেদাবাদ, 26 ডিসেম্বর: গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকিস্তানের একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে 300 কোটির মাদক ও বিপুল আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে ভারতের উপকূলরক্ষী বাহিনী ৷ জানা গিয়েছে, পাকিস্তানের ওই নৌকাটির নাম আল সোহেলি (Pakistani fishing boat) ৷ রবিবার মধ্যরাতে আন্তর্জাতিক জল সীমান্তে এই অভিযান চালানো হয় (40 kgs of narcotics along with arms seized by Coast Guard) ৷
জানা গিয়েছে, গুজরাত পুলিশের এটিএসের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই অভিযান চালায় কোস্ট গার্ড ৷ বাজেয়াপ্ত হয় প্রায় 40 কেজি মাদক ৷ যেগুলির বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা ৷ একই সঙ্গে ওই নৌকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে (Pakistani fishing boat carrying arms) ৷ গ্রেফতার করা হয়েছে ওই নৌকায় থাকা 10 জন নাবিককেও (Pakistani fishing boat) ৷
উপকূলরক্ষী বাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের জল সীমানায় রবিবার গভীর রাতে ওই পাকিস্তানি নৌকাটিকে সন্দেহজনকভাবে ভাসতে দেখা যায় ৷ কোস্ট গার্ডের (Indian Coast Guard) টহলদারি জাহাজ আইসিজিএস অরিনজয় থেকে নৌকটিকে থামতে বলা হয় ৷ কিন্তু তার পরেও ওই নৌকাটি থেকে উপযুক্ত সাড়া না পেয়ে উপকূল রক্ষীবাহিনীর জওয়ানরা সেখানে যান ৷