পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

40 Injured in Firecrackers Blast: বিসর্জনের শোভাযাত্রায় বাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনা, আহত 40 - বিজর্সনের শোভাযাত্রায় বাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনা

জানা গিয়েছে, স্থানীয় পুজো কমিটিগুলির মধ্যে বাজির লড়াই চলছিল । আচমকা জমিয়ে রাখার বাজির উপরে আগুনের ফুলকি এসে পড়ে । আর তার জেরেই একের পর এক বাজি ফাটতে শুরু করে । আহত হন প্রায় 40 জন (At least 40 people sustained burn injuries)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 24, 2022, 8:14 AM IST

Updated : Nov 24, 2022, 11:02 AM IST

কেন্দ্রপাড়া (ওড়িশা), 24 নভেম্বর: আতসবাজি ফেটে কমপক্ষে 40 জন আহত হলেন। কার্তিকেশ্বরের বিসর্জনের শোভাযাত্রায় ওড়িশার কেন্দ্রপাড়ার বালিয়া বাজারে বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে (At least 40 people sustained burn injuries) ।

জানা গিয়েছে, স্থানীয় পুজো কমিটিগুলির মধ্যে বাজির লড়াই চলছিল । আচমকা জমিয়ে রাখার বাজির উপরে আগুনের ফুলকি এসে পড়ে । আর তার জেরেই একের পর এক বাজি ফাটতে শুরু করে । আহত হন প্রায় 40 জন । তাঁদের মধ্যে কয়েকজনকে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকিদের শারীরিক পরিস্থিতি তুলনায় গুরুতর হওয়ায় কটকের এসসিবি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে । ঠিক কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ । আয়োজকদের সঙ্গে কথা বলা হচ্ছে । কারও গাফিলতিতে এতবড় দুর্ঘটনা ঘটল কি না তা জানতে চায় প্রশাসন । আহতরা সুস্থ হলেও তাঁদের সঙ্গে কথা বলা হবে । পাশাপাশি আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখতে চায় প্রশাসন ।

আরও পড়ুন: মাল নদীর গতিপথ বদল হয়নি, বিসর্জনের জন্য খাল কাটা হয়েছিল; দাবি জেলাশাসকের

আনন্দ-উৎসব ঘিরে এই ধরনের মন খারাপ করা ঘটনা আগেও ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে । প্রায় প্রতি বছর রামলীলার সময় দেশের কোনও না কোনও প্রান্ত থেকে দুর্ঘটনার খবর আসে । এ বছর দুর্গাপুজোর বিসর্জনের সময় ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে জলপাইগুড়ি । হড়পা বানের তোড়ে ভেসে যান অনেকেই । মৃত্যুও হয় বেশ কয়েকজনের । একইভাবে এবার বিসর্জন ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটল ওড়িশায় ।

Last Updated : Nov 24, 2022, 11:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details