পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sexual Harassment Charge: 4 বছরের শিশুর উপর যৌন অত্যাচার, কাঠগড়ায় 16 বছরের কিশোর ! - উত্তরপ্রদেশ

16 বছরের কিশোরের বিরুদ্ধে 4 বছরের শিশুকন্য়ার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ (4 Year Old Girl Sexually Harassed by a 16 Year Old Boy) উঠেছে ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরের (Kushinagar) ঘটনা ৷

4 Year Old Girl Sexually Harassed by a 16 Year Old Boy in Kushinagar of Uttar Pradesh
প্রতীকী ছবি

By

Published : Mar 10, 2023, 9:12 PM IST

কুশিনগর, 10 মার্চ:এক ভয়াবহ এবং মর্মান্তিক 'ঘটনা'র সাক্ষী থাকতে হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরকে (Kushinagar) ৷ 4 বছরের একটি শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল 16 বছরের এক কিশোরের বিরুদ্ধে (4 Year Old Girl Sexually Harassed by a 16 Year Old Boy) ! সূত্রের দাবি, একবার নয়, দু'বার ওই শিশুকন্যা অভিযুক্ত কিশোরের লালসার শিকার হয়েছে !

শিশুকন্য়ার পরিবারের সদস্যদের অভিযোগ, বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ! তবে, এই ঘটনায় ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে পুলিশ প্রশাসন ৷ তাদের তরফ থেকে আক্রান্ত শিশু এবং অভিযুক্ত কিশোর, উভয়ের পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয় ৷ প্রসঙ্গত, জেলার কাপ্তানগঞ্জ থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশু এবং অভিযুক্ত কিশোর, দু'জনেরই পরিবার একই পাড়ায় থাকে ৷ গত মাসে ওই কিশোর দু'বার প্রতিবেশী শিশুটির উপর অত্যাচার চালায় বলে অভিযোগ ৷ শিশুটির পরিবারের সদস্যদের দাবি, তাঁদের মেয়ে বাড়ির সামনেই নিজের মতো করে খেলা করছিল ৷ সেই সময় তাকে ডেকে নিয়ে যায় ওই কিশোর ৷ খুব সম্ভবত, শিশুটিকে লজেন্স দেওয়ার লোভ দেখিয়েছিল সে ৷ শিশুটি তাকে আগে থেকে চিনত ৷ তাই কিশোরের সঙ্গে যেতে অস্বীকার করেনি ৷ এরপরই ওই কিশোর শিশুটির উপর অত্যাচার চালায় অভিযোগ ৷

আরও পড়ুন:টানা তিনবছর কিশোরী মেয়েকে যৌন নির্যাতন, শ্রীঘরে বাবা-মা

শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রথমবারের ঘটনার পর বাচ্চাটি যখন বাড়ি ফেরে, তার গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হচ্ছিল ৷ বিষয়টি এলাকার মাতব্বরদের জানান শিশুর বাবা ৷ কিন্তু, তাঁরা বিষয়টি চেপে যাওয়ার পরামর্শ দেন ! শিশুর পরিবারের সদস্যদের দাবি, এতে সাহস বেড়ে যায় অভিযুক্তের ৷ তাই সে আবারও শিশুটির উপর নির্যাতন চালায় ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, একবার প্রতিবেশী কিশোরের কাছ থেকে আঘাত পাওয়ার পরও কেন শিশুটি দ্বিতীয়বার তার কথা শুনবে ? এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ এটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা হওয়ায় অত্যন্ত সতর্কভাবে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তারা ৷ প্রসঙ্গত, শিশুকন্যার বাবা ইতিমধ্যেই এই বিষয়ে সুবিচার চেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details