বুলন্দশহর, 24 এপ্রিল: শিশুকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্রণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ রবিবার রাতে জাহাঙ্গিরাবাদে চার বছরের ওই শিশুকে ধর্ষণের পর খুন করার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি ,ঘটনার দিন বিকেলে বাড়ির বাইরে খেলছিল মেয়েটি। এমন সময় বিকেল চারটের দিকে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, সারাদিন মেয়ের খোঁজ করেও কোনও লাভ হয়নি ৷ শেষে রাতে প্রতিবেশী যুবকের বাড়ি থেকে শিশুটির দেহ পাওয়া যায়। অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করার পর তাঁকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ।
এদিকে, পুলিশ সুপার অন্বিতা উপাধ্যায় জানান, রবিবার বিকেল চারটে নাগাদ মেয়েটি নিজের বাড়ির বাইরে খেলছিল। আচমকাই পাড়ার এক যুবক বাচ্চাটিকে বকাবকি করে নিজের সঙ্গে নিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেয়েটিকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক। এরপর ভয়ে এবং ঘটনাকে ধামাচাপা দিতেই মেয়েটিকে খুন করে দেহ খাটের নীচে লুকিয়ে রাখে ওই যুবক।