সিকিম, 13 ফেব্রুয়ারি: এবার ভূমিকম্প অনুভূত হল সিকিমে ৷ আজ ভোর 4টে 15 মিনিটে এই কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.3 (4.3 Magnitude Earthquake Feel in Yuksom Sikkim) ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সিকিমের ইউকসোমে 70 কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 27.81 অক্ষাংশ এবং 87.71 দ্রাঘিমাংশে ৷ ভূ-কেন্দ্রের 10 কিলোমিটার গভীরে এর উৎসস্থল বলে জানা গিয়েছে ৷
আজ সকালে আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিম ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভোর 4টে 15 মিনিটে সিকিমের ইউকসোম থেকে উত্ত-পশ্চিমে 70 কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ তবে, এই ভূমিকম্পে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷ ঘটনায় সিকিম সরকার এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উৎসস্থল এবং তার আশেপাশের এলাকায় নজরদারি চালাচ্ছে ৷ কোনওরকম ক্ষতি নজরে এলে,. দ্রুত সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷