মুম্বই, 31 জুলাই: চলন্ত জয়পুর এক্সপ্রেসে গুলি চালাল আরপিএফের কনস্টেবল ৷ সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ জয়পুর থেকে মুম্বইগামী ট্রেন যখন পালঘর স্টেশন অতিক্রম করে তখন ওই আরপিএফের কনস্টেবল তিন যাত্রী-সহ আরপিএফের এএসআইকে গুলি করে ৷ ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় ৷ অভিযুক্ত কনস্টেবল তার নিজের বন্দুক থেকেই গুলি চালায় ৷
সংবাদ সংস্থা এএনআইকে পশ্চিম রেল জানিয়েছে, জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিল অভিযুক্ত আরপিএফকর্মী। এদিন ভোর 5টা 23 মিনিটে যখন ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল, সে সময় হঠাৎই নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই পুলিশকর্মী। গুলি চালিয়ে চার জনকে হত্যা করার পরেই পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টেনে এবং ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করে সে। তার আগেই অবশ্য তাকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে। রেল পুলিশ ও অন্য আধিকারিকদের সহায়তায় মীরা রোডে পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে ধরে ফেলে ৷
আরও পড়ুন:বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, কাটিহারে পুলিশের গুলিতে মৃত 3