হাপুর(উত্তরপ্রদেশ), 19 জানুয়ারি: গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন চার সহকর্মী ৷ ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের কাপুরপুর থানা এলাকায় (4 people died as car falls into pond) ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি চারচাকা গাড়ি । ঘটনাস্থলেই মৃত্য়ু হয় গাড়িতে থাকা চারজনের ৷ পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে । তবে কুয়াশার জেরে দৃশ্য়মানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে ৷
বৃহস্পতিবার সকালে হাপুর জেলার কাপুরপুর থানা এলাকার কামরুদ্দিন নগর গ্রামের বাসিন্দারা পুলিশকে খবর দেয় ৷ তারা পুলিশকে জানায়, একটি সাদা রঙের চারচাকা গাড়ি পুকুরে তলিয়ে গিয়েছে । খবর পেয়ে পুলিশ এসে তড়িঘড়ি গাড়িটিকে পুকুর থেকে উদ্ধার করে ৷ তবে ততক্ষণে সবশেষ ৷ গাড়িতে থাকা চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায় । দুর্ঘটনার খবর পেয়ে জেলাশাসক মেধা রূপম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন ।
সূত্রের খবর, বুধবার রাত 12টার দিকে এই ঘটনাটি ঘটেছে ৷ নিহতরা হলেন রাহুল, হারুন, শোকিন ও অরুণ ৷ তাঁরা কাপুরপুর থানা এলাকার বাসিন্দা এবং অরুণ, ধৌলানা থানা এলাকার বাসিন্দা । জানা গিয়েছে, চারজনই গাজিয়াবাদের বেদান্ত ফার্ম হাউসে কাজ করতেন । বুধবার রাতে তাঁরা গাজিয়াবাদের বেদান্ত ফার্ম হাউস থেকে ফিরছিলেন । গাজিয়াবাদ থেকে ফেরার সময় পুকুরে পড়ে যায় গাড়িটি । সকালে গ্রামবাসীরা বিষয়টি জানতে পারেন । এরপর গ্রামবাসীরা বিষয়টি পুলিশকে জানায় ।
সিও পিলখুয়া বরুণ মিশ্র বলেন, "সকাল 7টা নাগাদ 112 নম্বরের মাধ্যমে এই তথ্য পাওয়া যায় । কামরুদ্দিন নগর গ্রামের একটি পুকুরে সাদা রঙের চারচাকা গাড়ি পড়ে গিয়েছে বলে জানানো হয় । পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে গাড়িটিকে জল থেকে তোলে ৷ তাতে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায় । সবাইকে সনাক্ত করা হয়েছে । এই চারজন গাজিয়াবাদের বেদান্ত ফার্ম হাউসে কাজ করছিলেন । বুধবার গভীর রাতে গাড়িটি ফিরছিল ৷ সেই সময় কোনওভাবে গাড়িটি পুকুরে পড়ে যায় । বৃহস্পতিবার সকালে গ্রামবাসী পুলিশে খবর দেয় । ঘটনার তদন্ত চলছে ৷"
আরও পড়ুন:মুম্বই-গোয়া হাইওয়েতে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মৃত 9