জয়পুর, 13 ডিসেম্বর : রাজস্থানেও ক্রমশ বাড়ছে ওমিক্রন সংক্রমণ (Omicron in Rajasthan) ৷ সোমবার জয়পুরে নতুন করে 4 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ জিনোম সিকোয়েন্সিংয়ের পরেই তাঁদের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে । এর আগে এই রাজ্যে 9 জনের শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে ৷ তাঁরা সকলেই উপসর্গহীন ছিলেন ৷
জানা যাচ্ছে, ওমিক্রনে আক্রান্ত এই চারজন বিদেশ থেকে ফিরেছেন ৷ তাঁদের করোনা পরীক্ষা করা হয় ৷ পরে জিনোম সিকোয়েন্সিংও করা হয় ৷ তাতেই ধরা পড়ে ওমিক্রন ৷ ইতিমধ্যেই এই রোগীদের সংস্পর্শে আসাদের শনাক্ত করার চেষ্টা শুরু হয়েছে ৷