লখিমপুর খেরি, 19 অক্টোবর: লখিমপুর খেরি কাণ্ডে গ্রেফতার হলেন আরও এক বিজেপি কর্মী ৷ গ্রেফতার করা হয়েছে তাঁর তিন সহযোগীকেও ৷ তাঁদের মধ্যে একজনের কাছ থেকে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার এবং 3টি গুলি উদ্ধার হয়েছে ৷ ঘটনার দিন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে এবং তাঁর সহযোগীরা গুলি চালিয়েছিলেন বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন কৃষকরা ৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷
অন্যদিকে, সোমবার কৃষকদের ডেকেও জিজ্ঞাসাবাদ করল পুলিশ ৷ ঘটনার দিন 3 বিজেপি নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে কৃষকদের বিরুদ্ধে ৷ তা নিয়ে মোট 22 জন কৃষককে অপরাধমূলক ধারায় নোটিস ধরায় বিশেষ তদন্তকারী দল (সিট) ৷ সেই মতো সোমবার সকাল 11টায় পুলিশের অপরাধ দমন শাখার দফতরে হাজির হন অভিযুক্ত কৃষকরা ৷ সেখানে আইনজীবী মহম্মদ আমানের উপস্থিতিতেই কমলজিৎ সিং, গুরবন্ত সিং, রূপ সিং, প্রগত সিং, গুরমীত সিং শিখ এবং জসবির সিং ভার্ক-সহ 15 জনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷
লখিমপুর খেরিতে কৃষকরা 3 বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছেন বলে এফআইআর দায়ের করেছিলেন স্থানীয় বিজেপি কর্মী এবং লখিমপুর শহরের ওয়ার্ড সদস্য সুমিত জয়সওয়াল ওরফে মোদি ৷ তার ভিত্তিতেই কৃষকদের নোটিস ধরায় সিট ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিট-এর ডিআইজি উপেন্দ্র আগরওয়াল এক এক করে 5 জন কৃষককে জিজ্ঞাসাবাদ করেন ৷ আর হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সোমবারই সুমিতকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে শিশুপাল, নন্দন সিং বিস্ত এবং সত্যপ্রকাশ ত্রিপাঠী নামের আরও 3 জনকে ৷ সত্যপ্রকাশের কাছ থেকে লাইসেন্সপ্রাপ্ত একটি রিভলভার এবং তিনটি বুলেটও উদ্ধার হয়েছে ৷
আরও পড়ুন:Congress Attacks Modi : শিক্ষাগত যোগ্যতা নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ কর্নাটক কংগ্রেসের
লখিমপুর খেরি কাণ্ডে এই নিয়ে 10 জনকে গ্রেফতার করল সিট ৷ এর আগে, গত 16 অক্টোবর অঙ্কিত দাস নামের এক অভিযুক্তকে 22 অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ৷ 12 অক্টোবর তাঁকে গ্রেফতার করে সিট ৷ গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে তথা মূল অভিযুক্ত আশিস মিশ্র ওরফে মনুও ৷ আশিসের গাড়িই কৃষকদের চাপা দেয় ৷ ঘটনার সময় আশিস নিজে গাড়ি চালাচ্ছিলেন বলেও অভিযোগ করেছেন কৃষকরা ৷ এমনকি ঘটনাস্থল থেকে পালানোর সময় তিনি গুলিও ছোড়েন বলে অভিযোগ ৷ যদিও কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ৷
কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছেন কৃষকরা ৷ তাঁদের লখিমপুর খেরি ছাড়া করতে তাঁর সময় লাগবে না বলে সম্প্রতি প্রকাশ্যে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় ৷ তাঁর সেই মন্তব্যের বিরোধিতায় গত 3 অক্টোবর লখিমপুর খেরিতে শান্তিপূর্ণ বিক্ষোভে নামেন কৃষকরা ৷ ওই দিন এলাকায় একটি কুস্তি প্রতিযোগিতায় যোগ দিতে আসেন অজয় ৷ তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ এবং কৃষি আইন প্রত্যাহার করার দাবি জানানোই লক্ষ্য ছিল কৃষকদের ৷ কিন্তু সেই সময় পিছন থেকে দুরন্ত গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁদের চাপা দেয় ৷ তাতে চার জন কৃষকের মৃত্যু হয় ৷ মারা যান এক সাংবাদিকও ৷ পরে 3 বিজেপি কর্মীর মৃত্যুর খবরও উঠে আসে ৷ গাড়ি চাপা দেওয়া ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই 3 জন হিংসার শিকার হন বলে অভিযোগ ৷
আরও পড়ুন:CBSE : দশম-দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষার দিন ঘোষণা সিবিএসই বোর্ডের