শ্রীনগর, 17 নভেম্বর :নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই প্রাণ গেল চার জঙ্গির ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলায় ৷ এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার (Vijay Kumar) প্রাথমিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, কুলগাঁও জেলার পোম্বাই এবং গোপালপোরা গ্রামে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর জওয়ানদের ৷
আরও পড়ুন :J&K Militants Killed : জঙ্গি দমনে বড় সাফল্য, উপত্যকায় নিহত তিন সন্ত্রাসবাদী
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল নিরাপত্তাবাহিনী ৷ তারপরই যৌথ অভিযানে নামা হয় ৷ কাশ্মীর পুলিশের সঙ্গে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে সামিল হয় সেনাবাহিনী ও সিআরপিএফ ৷ এই তল্লাশি অভিযান চলাকালীনই শুরু হয় গুলির লড়াই ৷ ধীরে ধীরে জঙ্গিদের ঘিরে ফেলেন জওয়ানরা ৷ পরে চার জঙ্গির মৃত্যুর খবর মেলে ৷
আরও পড়ুন :Jammu And Kashmir: ফের অশান্ত কাশ্মীর, শ্রীনগরে হাসপাতাল চত্বরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়
শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় তল্লাশি জারি রেখেছে নিরাপত্তাবাহিনী ৷ আরও জঙ্গি কোথাও লুকিয়ে রয়েছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে ৷ প্রসঙ্গত, উপত্যকায় জঙ্গিদমনে সদা তৎপর সেনা, পুলিশ ও নিরাপত্তাবাহিনী ৷ কয়েকদিন আগেও বড় সাফল্য হাতে আসে তাদের ৷ হিজবুল মুজাহিদীনের এক ডিস্ট্রিক্ট কমান্ডার-সহ কয়েকজন জঙ্গিকে নিকেশ করে তারা ৷