মুম্বই, 25 জুলাই : পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রার অফিসের চার কর্মী সাক্ষী দেবেন ৷ দাবি মুম্বই পুলিশের ৷ মুম্বই পুলিশের অপরাধদমন শাখার অধিকারিকরা জানিয়েছেন, মূল অভিযুক্ত রাজ কুন্দ্রার অফিসের এই চার কর্মীর সাক্ষী মামলারটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যেহেতু রাজ কুন্দ্রা ও তার সহযোগী তদন্তে সহযোগিতা করছে না ৷
শনিবার দ্বিতীয়বার রাজ কুন্দ্রার অফিসে হানা দেয় পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লকার লুকোনো ছিল অফিসে ৷ ওই লকারটিকে উদ্ধার করা হয়েছে ৷ তদন্তকারী আধিকারিকদের অনুমান, ওই লকার থেকে এই মামলার বহু গুরুত্বপূর্ণ নথি মিলবে ৷
আরও পড়ুন:Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার
পর্ন ছবি তৈরি করা ও তা একটি অ্যাপের মাধ্যমে ছড়ানোর অভিযোগ উঠেছে প্রয়োজক রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে ৷ গত 19 জুলাই রাতে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা ৷ কুন্দ্রাকে গ্রেফতার করা হয় তথ্যপ্রযুক্তি আইনে ৷ ইতিমধ্যে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ এমনকী জেরার মুখে পড়তে হয়েছে রাজ কুন্দ্রার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টিকেও ৷ যদিও স্বামী নির্দোষ বলে দাবি করেছেন তিনি ৷