পোর্ট ব্লেয়ার, 13 নভেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ৷ রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 4.3 ৷ সকাল 8টা 45 মিনিটে আজ সেখানে কম্পন অনুভূত হয় ।
আন্দামানে ভূমিকম্প - জাতীয় সিসমোলজিক্য়াল বিভাগ
কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ কোনও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি ৷
![আন্দামানে ভূমিকম্প 4-dot-3-magnitude-earthquake-strikes-andaman-islands](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9531201-687-9531201-1605245910568.jpg)
4.3 মাত্রার ভূমিকম্প আন্দামানে
আজ সকালে জাতীয় সিসমোলজিক্য়াল বিভাগ জানিয়েছে, আন্দামানের কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 4.3 ৷
কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ কোনও সম্পত্তিরও ক্ষতি হয়নি ৷