পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bike Accident in UP: একটি বাইকে 8 জন! পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মৃত্যু দম্পতি-সহ 2 সন্তানের - 6 সন্তান

সোমবার বাহরাইচে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে । এখানে স্বামী-স্ত্রী ছয় সন্তান নিয়ে বাইকে যাচ্ছিলেন, তখন একটি পিকআপ ভ্যান এসে ধাক্কা মারে । এতে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু হয়েছে ।

Bike Accident
পথ দুর্ঘটনা

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 5:20 PM IST

বাহরাইচ, 31 অক্টোবর: বাইকে করে স্ত্রী ও 6 সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন এক ব্যক্তি ৷ পথে দুর্ঘটনায় মৃত্যু হল দম্পতি-সহ 2 সন্তানের ৷ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উত্তরপ্রদেশের বাহরাইচে ৷ দম্পতির আরও চার সন্তান বাহরাইচ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

জানা গিয়েছে, জেলার গ্রামীণ এলাকায় রাতে রাস্তার একদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ হয় । এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয় । গুরুতর আহত হয় 6 সন্তান ৷ দুই শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের লখনউতে রেফার করেন । ওই দুই শিশুর মঙ্গলবার মৃত্যু হয় । এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ পবিত্র মোহন ত্রিপাঠী আহত শিশুদের খোঁজ নিতে জেলা হাসপাতালে পৌঁছন ।

সূত্রের খবর, রামগাঁও থানা এলাকার গ্রাম পঞ্চায়েত কাজিজোট আকেলওয়া বাজারের বাসিন্দা দুর্গেশ ৷ তাঁর শ্বশুরবাড়ি হারদি থানা এলাকার কারেহানা গ্রামে । সোমবার রাতে স্ত্রী শকুন্তলা ও 6 সন্তানকে নিয়ে বাইকে করে কানেহারায় শ্বশুরবাড়িতেই যাচ্ছিলেন তিনি । সেসময় কোতোয়ালি দেহহাটের নানপাড়া বাইপাস সবজি বাজারের কাছে ত্রিমুহনী রোডে একটি পিকআপ ভ্যান এসে বাইকটিকে ধাক্কা মারে । এতে স্বামী-স্ত্রী, ছেলে সজল (10 বছর) ও রাগিনীর (4 মাস) মৃত্যু হয় । আহত হয় বাইক আরোহী লক্ষ্মী (12 বছর), কোমল (8 বছর), মনীষা (6 বছর) ও শিবাঙ্গী (4 বছর)।

আরও পড়ুন:একদিনে জোড়া দুর্ঘটনা, একই পরিবারের 5 জন-সহ উত্তরপ্রদেশে মৃত 10

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । আহতদের রাতেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এখানে চিকিৎসা চলাকালীন সজল ও রাগিনীর অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে যায় । এএসপি পল্লি বলেন, "এক ব্যক্তি তাঁর স্ত্রী ও ছয় সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন । পথে ওই মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয় । চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে । বাকি চার শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details