চামোলি (উত্তরাখণ্ড), 3 অক্টোবর :মাউন্ট ত্রিশূল (Mt Trishul) অভিযানে গিয়ে মৃত নৌসেনার চার আধিকারিক ৷ শনিবার তাঁদের দেহ উদ্ধার করা হয় ৷ সূত্রের খবর, দুর্ঘটনার সময় পর্বতারোহীদের এই দলটিতে মোট 10 জন সদস্য ছিলেন ৷ অভিযান চালাকালীনই তুষার ধসের কবলে পড়েন তাঁরা ৷ ঘটনার পর উদ্ধার কাজ শুরু হয় ৷ তাতেই মৃত চার নৌসেনা আধিকারিকের দেহ উদ্ধার হয় ৷ তবে এখনও পর্যন্ত এক শেরপা-সহ দু’জনের কোনও খোঁজ মেলেনি ৷ সেই কারণেই উত্তরাখণ্ডের পশ্চিম কুমায়ুনের এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে ৷
আরও পড়ুন :চামোলির তুষার ধসে নিখোঁজ শ্রমিকদের মৃত ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার
উল্লেখ্য, দুর্ঘটনার পর শুক্রবারই তুষারে চাপা পড়া কয়েকটি দেহ চিহ্নিত করেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ ত্রিশূলের কাছেই দেহগুলি পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ এরপর ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে হেলিকপ্টারে যোশিমঠে পৌঁছন উদ্ধারকারীরা ৷ সূত্রের খবর, প্রত্যেকটি দেহেরই ময়নাতদন্ত করা হবে ৷ ইতিমধ্যেই দেহগুলি স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে ৷ আপাতত সেখানেই রয়েছে সেগুলি ৷
নৌবাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই প্রয়াত চার আধিকারিকের পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে ৷ তাঁরা হলেন, লেফটেন্য়ান্ট কমান্ডার রাজনীকান্ত যাদব, লেফটেন্য়ান্ট কমান্ডার যোগেশ তিওয়ারি, লেফটেন্য়ান্ট কমান্ডার অনন্ত কুকরেতি এবং এমসিপিও-2 হরিওম ৷ তাঁদের মৃত্যুতে নৌসেনার তরফ থেকে শোকপ্রকাশ করা হয়েছে ৷
নৌসেনা সূত্রে জানা গিয়েছে, গত 3 সেপ্টেম্বর এই অভিযানের সূচনা হয়েছিল মুম্বই থেকে ৷ সেই সময় দলে মোট 20 জন সদস্য ছিলেন ৷ পরে অভিযানের অন্তিম পর্যায়ে তাঁদের মধ্যে 10 জন মাউন্ট ত্রিশূল (উচ্চতা 7 হাজার 120 মিটার) জয়ের উদ্দেশে রওনা হন ৷ গত শুক্রবার সকালেই দলের বাকি 10 সদস্যদের থেকে আলাদা হয়ে যান তাঁরা ৷ কিন্তু, তারপরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ চূড়ায় পৌঁছানোর আগেই তুষার ধসের কবলে পড়েন তাঁরা ৷
আরও পড়ুন :উত্তরাখণ্ডের চামোলিতে তুষার বিপর্যয়ে মৃত বেড়ে 60, নিখোঁজ 136
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘নৌবাহিনীর মাউন্ট ত্রিশূল অভিযানে অংশ নিতে গিয়ে চার নৌসেনা আধিকারিকের মৃত্যু হয় ৷ এই ঘটনায় আমি শোকস্তব্ধ ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশ যে শুধুমাত্র মূল্যবান কয়েকটি তরুণের জীবন হারাল, তাই নয় ৷ দেশ তার সাহসী যোদ্ধাদেরও হারাল ৷’’