নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: আজ ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিন । আজ থেকে তিন বছর আগে এই দিনেই প্রাণ হারিয়ে ছিলেন ভারতের 40 জন সেনা (Pulwama Terror Attack)। অন্যান্য দিনের মতোই শান্ত, স্নিগ্ধ সূর্যোদয়ের সঙ্গে দিন শুরু হয়েছিল । ভারতীয় সেনারা আগে থেকে কোনও ইঙ্গিত পাননি সন্ত্রাসবাদী হামলার । 2019-এ আজকের দিনেই পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন ভারতের 40 জন বীর সেনা । পাল্টা আঘাত হানে ভারত (3 years of pulwama attack )। এরপরেই ভারত পাকিস্তানের মাটিতে হামলা করে জঙ্গি নিকেশ করতে । সফল হল ভারতের এয়ারস্ট্রাইক ।
আরও পড়ুন:Controversial comment of Congress MLA over Hijab: হিজাব না-পরলে ধর্ষিত হতে হয়, বিতর্কিত মন্তব্য কর্নাটকের কংগ্রেস বিধায়কের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে পুলওয়ামায় শহিদ ভারতীয় জওযানদের প্রতি শ্রদ্ধা জানান (PM's Tweet)।
ঠিক কি ঘটেছিল ?
2019 এর 14 ফেব্রুয়ারি 2500 জন সিআরপিএফ জওয়ানের 78টি কনভয় 44 নম্বর জাতীয় সড়ক দিয়ে জম্মু থেকে কাশ্মীর যাচ্ছিল । বিকেল 3.015 মিনিট নাগাদ লেথপোরায় অওয়ান্তিপোরা এলাকায় সেনাদের কনভয়ের মধ্য ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি । সিআরপিএফ জওয়ানের 76তম ব্যাটেলিয়ানের গাড়িকে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থলে নিহত হন 40 জন জওয়ান । আহত হন আরও অনেকে । তদন্তে উঠে আসে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের নাম ।
ভরতের প্রত্যুত্তর
এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের উপর একধাক্কায় 200 শতাংশ আমদানি শুল্ক বাড়ানোর নির্দেশ দিয়েছিল ভারত সরকার । সেইসঙ্গে ফিনান্সিয়াল অ্যাকশন টাক্স ফোর্সকে নির্দেশ দেওয়া হয়, পাকিস্তানকে কালো তালিকা ভুক্ত করতে । পাশাপাশি 17 ফেব্রয়ারি জম্মু-কাশ্মীর প্রশাসন বিচ্ছিনতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করে ।
ভারতের এয়ারস্ট্রাইক
পুলওয়ামা হামলার পরেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলায় জড়িতদের নিকেশ করার অনুমতি দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে । এরপরেই 2019-এর 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটের খাইবার পাখন্তুনখাওয়ায় জৈশ জঙ্গি সংগঠেনের ডেরায় ভারতের বায়ুসেনা বোমাবর্ষণ করে ধ্বংস করে জঙ্গিঘাঁটি ।
ভারতীয় বায়ুসেনার এই হামলার প্রতিশোধ নিতে 2019 সালের 27 ফেব্রুয়ারি আকাশপথে ভারতে ঢুকে হামলার চেষ্টা চালায় পাকিস্তানের যুদ্ধ বিমান এফ-16 । কিন্তু ভারতীয় বায়ুসেনার তৎপরতায় পাকিস্তানের সেই পরিকল্পনা সফল হয়নি । বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান পাক যুদ্ধবিমান এফ-16কে পিছু ধাওয়া করে ঢুকে পড়ে পাকিস্তানের আকাশসীমায় । ভারতের যুদ্ধ বিমান মিগ -21 গুলি করে নামায় পাকিস্তানের মাটিতে । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমান্তে প্রবেশের দায়ে ঢুকে পড়ায় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে বন্দি করে পাকিস্তান ।
এরপরেই অভিনন্দন বর্তমানকে মুক্তির দাবিতে ভারতের রাষ্ট্রনেতা থেকে শুরু করে গোটা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে । এমনকি হুঁশিয়ারি দেয় রাষ্ট্রসঙ্ঘ । অবশেষে কূটনৈতিক চাপে পড়ে 1 মার্চ অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল পাকিস্তান ।