পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

criminal charges : ফৌজদারি মামলায় অভিযুক্ত 363 জনপ্রতিনিধি, তালিকায় বিজেপির 83-তৃণমূলের 25 - অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস

সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে যে দেশের 363 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷

363-incumbent-mps-and-mlas-have-criminal-charges-bjp-tops-list-with-83-adr-report
ফৌজদারি মামলায় অভিযুক্ত 363 জনপ্রতিনিধি, তালিকায় বিজেপির 83-তৃণমূলের 25 জন

By

Published : Aug 24, 2021, 3:03 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট: সারা দেশে যতজন বিধায়ক (MLA) ও সাংসদ (MP) আছেন, তাঁদের মধ্যে 363 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা (Criminal Case) রয়েছে ৷ সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (Association of Democratic Reforms) বা এডিআর-এর এক সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে ৷ এবার দলগত ভাবে এই তালিকাকে ভাগ করলে দেখা যাচ্ছে যে একেবারে শীর্ষস্থানে রয়েছে কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ তাদের 83 জন বিধায়ক ও সাংসদ ফৌজদারি মামলায় অভিযুক্ত ৷

এডিআর (ADR)-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) 25 জন বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷ আর কংগ্রেসের (Congress) 47 জন জনপ্রতিনিধি ফৌজদারি মামলায় অভিযুক্ত বলে ওই তালিকায় ঠাঁই পেয়েছেন ৷ ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই 363 জনের বিরুদ্ধে 1951 সালের আর পি আইনের 8(1) (2) ও (3) ধারায় অভিযোগও রয়েছে ৷

আরও পড়ুন :National Monetization Pipeline : সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের

2019 সালের লোকসভা নির্বাচন অনুযায়ী, 67 জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছিল ৷ এর পর 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনে 54 জন বিধায়ক, 2021 সালের কেরল বিধানসভা নির্বাচনে 42 জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ পাওয়া গিয়েছে ৷ বর্তমানে চারজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের 35 জন মন্ত্রী ফৌজদারি মামলায় অভিযুক্ত ৷

এছাড়া ওই রিপোর্ট অনুযায়ী, সাংসদদের বিরুদ্ধে গড়ে সাত বছর এবং বিধায়কদের বিরুদ্ধে গড়ে ছয় বছর ধরে মামলা পড়ে রয়েছে ৷ 24 জন সাংসদের বিরুদ্ধে 43টি ও 111 জন বিধায়কের বিরুদ্ধে 315টি ফৌজদারি মামলা গত 10 বছরের বেশি সময় ধরে পড়ে রয়েছে ৷

আরও পড়ুন :Union Minister Narayan Rane: অপমানজক মন্তব্যের জন্যে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতার করতে বিশেষ টিম

প্রসঙ্গত, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, 1951-র (Representation of People Act, 1951) 8 নম্বর ধারা অনুযায়ী, সংসদের যে কোনও কক্ষের সদস্য ও বিধায়কদের সদস্যপদ বাতিল হয়ে যায় ৷ আর 8 নম্বর ধারার (1), (2) ও (3) উপধারায় কেউ দোষী সাব্যস্ত হলে সদস্য়পদ বাতিল হয়ে যায় ৷ আর সাজা শেষের পরবর্তী 6 বছর পর্যন্ত তা বজায় থাকে ৷ এই উপধারা লাগু হওয়ার ক্ষেত্রে কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে খুন, ধর্ষণ (Rape), ডাকাতি, অপহরণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধ-সহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ থাকতে হবে ৷ যখন কোনও জনপ্রতিনিধি দোষী সাব্যস্ত হন এবং দু’বছরের বেশি সময়ের জন্য সাজা হয়, তখন 8 নম্বর ধারায় সবকিছুই যুক্ত হয় ৷

আরও পড়ুন :Sri Guru Granth Sahib: কাবুল থেকে দেশে ফিরল শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব, মাথায় নিলেন কেন্দ্রীয় মন্ত্রী

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামলে প্রার্থীদের বিরুদ্ধে কী কী ফৌজদারি মামলা রয়েছে, তা সংবাদমাধ্যমে প্রকাশ করার নিয়ম রয়েছে ৷ কিন্তু অনেক রাজনৈতিক দলই এই নিয়ে গাফিলতি করেছে ৷ তাই সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আর্থিক জরিমানাও করে ৷ ওই জরিমানা বিহার বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে করা হয় ৷ সেখানে কোনও দলকে 1 লক্ষ টাকা আবার কোনও দলকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় ৷

আরও পড়ুন :Modi-Nitish : তেজস্বীদের সঙ্গে নিয়ে জাতির ভিত্তিতে জনগণনার দাবিতে মোদির কাছে নীতীশ

ABOUT THE AUTHOR

...view details