চণ্ডীগড়, 11 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের শততম পর্ব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় শাস্ত পেলেন 36 জন নার্সিং পড়ুয়া ৷ ঘটনাটি ঘটেছে পিজিআইএমইআর এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনে (নাইন) ৷ চণ্ডীগড়ের ওই নার্সিং শিক্ষার প্রতিষ্ঠানের 36 জন ছাত্রীকে শাস্তিসরূপ এক সপ্তাহ হস্টেলের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়ছে ৷
গত 30 এপ্রিল প্রধানমন্ত্রীর মন কি বাতের শততম পর্ব প্রচারিত হয় ৷ সেদিন দেশের বিভিন্ন জায়গায় সরকারি তরফে প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়েছিল ৷ সেই তালিকায় ছিল নাইনও ৷ সেখানে কর্তৃপক্ষের তরফে সকলকে ওই অনুষ্ঠানে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ অভিযোগ, তার পরও 36 জন ছাত্রী সেখানে উপস্থিত হননি ৷ তাঁদের মধ্য়ে 28 জন তৃতীয় বর্ষের ছাত্রী ও আট জন প্রথম বর্ষে পড়েন ৷
গত 3 মে ওই ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ ৷ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয় ৷ সেখানে জানানো হয় যে মন কি বাতে উপস্থিত না থাকার জন্য ওই ছাত্রীদের সাতদিনের জন্য হস্টেলের বাইরে না বের হওয়ার শাস্তি দেওয়া হল ৷ এই বিষয়ে নাইন এর অধ্যক্ষা সুখপাল কৌরের সঙ্গে কথা বলা হয় ৷ তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ শুধু জানিয়েছেন, পিজিআইএমইআর কর্তৃপক্ষ এই নিয়ে যা বলার বলবে ৷