তাজিকিস্তানে আটকে ঝাড়খণ্ডের 36 জন পরিযায়ী শ্রমিক দুসান্বে (তাজিকিস্তান), 12 ফেব্রুয়ারি:ফের সামনে এল পরিযায়ী শ্রমিকদের বিদেশে আটকে পড়ার ঘটনা । এবার ঝাড়খণ্ডের 36 জন পরিযায়ী শ্রমিক তাজিকিস্তানে গিয়ে আটকে পড়েছেন । কোম্পানির পক্ষ থেকে কাজের বিনিময়ে গত চার মাস ধরে শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে না । এর জেরে শ্রমিকদের মজুদ খাবার শেষের মুখে ৷ পানীয়ের সংকট দেখা দিয়েছে । সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে তাদের কষ্টের কথা তুলে ধরেছেন শ্রমিকরা ৷ তাঁরা দেশে ফিরে আসতে চেয়ে কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকারের কাছে আবেদন করেছেন ৷ এমনকী তাঁদের বকেয়া মজুরি পরিশোধ করার দাবি করেছেন ওই পরিযায়ী শ্রমিকরা (Labourers of Jharkhand stranded in Tajikistan) ।
তাজিকিস্তানে আটকে 36 পরিযায়ী শ্রমিক: গিরিডি, বোকারো, হাজারিবাগ এবং ধানবাদ জেলার বিভিন্ন ব্লকের 36 জন পরিযায়ী শ্রমিক তাজিকিস্তানে আটকে পড়েছেন । আটকে পড়া শ্রমিকরা জানিয়েছেন, যে কোম্পানিতে এই শ্রমিকরা কাজ করছিলেন তারা চার মাসের মজুরি দেয়নি । অর্থের অভাবে শ্রমিকরা বেঁচে থাকা অল্প খাবারের ওপর নির্ভরশীল ।
শ্রমিকদের সাহায্যের আবেদন: পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কাজ করা সিকান্দার আলি কেন্দ্রীয় ও ঝাড়খণ্ড সরকারের কাছে শ্রমিকদের সাহায্য করার অনুরোধ করেছেন । তিনি জানান, কর্মসংস্থানের অভাবে ঝাড়খণ্ডে প্রতিদিন এমন ঘটনা সামনে আসছে । মানুষ জীবিকার সন্ধানে বিদেশে যায় । যেখানে তাদের নির্যাতনের শিকার হতে হয় । এমতাবস্থায় শ্রমিকরা অনেক কষ্টে নিজ দেশে ফিরতে হয় । শ্রমিকদের অন্য দেশে কাজের সন্ধানে যাওয়া ঠেকাতে সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।
আরও পড়ুন:অনন্তনাগে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম দুই পরিযায়ী শ্রমিক
তাজিকিস্তানে আটকা পড়া শ্রমিকরা: খিরোধর মাহতো, নাগেশ্বর চৌধুরী, রামদেব মাহতো, আউরার সুখদেব মাহতো, সন্তোষ কুমার, মহুরির গোবর্ধন মাহতো, ধীবরার জগরনাথ মাহতো, পারতাপুরের গণেশ গিরিডি জেলার বাগোদর ব্লকের অন্তর্গত টুকটুকোর বাসিন্দা । করগালোর শিবশংকর সাউ, সারুকুদার তুকামান মাহতো, নাগেশ্বর মাহতো, কেন্দুবাদির দেগলাল গাঞ্জু, বলকামাক্কার দর্শন মাহতো, উছাগানার প্রকাশ মাহতো, খরনার সুরেশ মাহতো, দেগলাল মাহতো, মহেশ মাহতো, অশোক কুমার, সিরার রাজেশ মাহতো, বসিয়ার রাজেশ মাহতো, দৌলত মাহতো, তাতিঝরিয়া ব্লকের জলমির লালমান মাহতো, বোকারো জেলার গোমিয়ান ব্লকের হুরলুংয়ের যোধা মাহতো, বালেশ্বর মাহতো, কদমার দশরথ মাহতো, কার্তওয়ারির প্রকাশ মাহতো, ধানবাদ জেলার তোপচাঁচি ব্লকের মান্তন্দের দীনেশ কুমার মাহতো রয়েছেন ।