দিল্লি, 10 জুলাই : 350 কেজি হেরোইন (Heroin) বাজেয়াপ্ত হল দেশের রাজধানীতে ৷ বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য আজাই হাজার কোটি টাকা ৷ ঘটনায় চারজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ দিল্লি পুলিশের স্পেশাল সেল (The Special Cell of Delhi Police) শনিবার অভিযান চালিয়ে এই মাদক বাজেয়াপ্ত করেছে ৷ পুলিশ জানিয়েছে, এদিনের বাজেয়াপ্ত হওয়া মাদকের পরিমাণ এখনও পর্যন্ত দেশের মধ্যে ধরা পড়া মাদকের পরিমাণের মধ্যে অন্যতম সর্বোচ্চ ৷
ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ খুসওয়াহা জানান, বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে এই স্মাগলারদের গ্রেফতার করা হয়েছে ৷ তিনি বলেন, "ধৃত স্মাগলাররা দিল্লিতে ঠিক কবে থেকে ড্রাগস সরবরাহ করছে তা প্রাথমিক ভাবে জানার চেষ্টা করছি আমরা ৷ পরবর্তী তদন্ত খুব শীঘ্রই শুরু হবে ৷"