পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Heroin Seized in Delhi : দিল্লিতে আড়াই হাজার কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ধৃত 4 - The Special Cell of Delhi Police

রাজধানীতে বাজেয়াপ্ত হল আড়াই হাজার কোটি টাকার হেরোইন ৷ দিল্লি পুলিশের হাতে বাজেয়াপ্ত হওয়া এই মাদকের পরিমাণ 350 কেজি বলে জানা গিয়েছে ৷ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷

দিল্লিতে হেরোইন উদ্ধার
দিল্লিতে হেরোইন উদ্ধার

By

Published : Jul 10, 2021, 7:42 PM IST

Updated : Jul 10, 2021, 8:11 PM IST

দিল্লি, 10 জুলাই : 350 কেজি হেরোইন (Heroin) বাজেয়াপ্ত হল দেশের রাজধানীতে ৷ বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য আজাই হাজার কোটি টাকা ৷ ঘটনায় চারজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ দিল্লি পুলিশের স্পেশাল সেল (The Special Cell of Delhi Police) শনিবার অভিযান চালিয়ে এই মাদক বাজেয়াপ্ত করেছে ৷ পুলিশ জানিয়েছে, এদিনের বাজেয়াপ্ত হওয়া মাদকের পরিমাণ এখনও পর্যন্ত দেশের মধ্যে ধরা পড়া মাদকের পরিমাণের মধ্যে অন্যতম সর্বোচ্চ ৷

ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ খুসওয়াহা জানান, বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে এই স্মাগলারদের গ্রেফতার করা হয়েছে ৷ তিনি বলেন, "ধৃত স্মাগলাররা দিল্লিতে ঠিক কবে থেকে ড্রাগস সরবরাহ করছে তা প্রাথমিক ভাবে জানার চেষ্টা করছি আমরা ৷ পরবর্তী তদন্ত খুব শীঘ্রই শুরু হবে ৷"

চারজনকে গ্রেফতার করা হয়েছে

ধৃতদের মধ্যে একজন আফগান নাগরিক ৷ তার নাম হজরত আলি ৷ বাকি তিন ধৃতের নাম রিজওয়ান আহমেদ, গুরজোট সিং এবং গুরদীপ সিং ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ড্রাগের এই চক্র আফগানিস্তান, ইউরোপ এবং দেশের নানা রাজ্যে বিস্তৃত ৷ হেরোইনের পাশাপাশি পুলিশ দুটি গাড়ি এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে ৷ এর আগে 2019 সালে স্পেশাল সেল 330 কেজি আফগান হেরোইন বাজেয়াপ্ত করেছিল ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রের সমুদ্র বন্দর থেকে 879 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল ডিআরআই

Last Updated : Jul 10, 2021, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details