হায়দরাবাদ, 26 অক্টোবর: দীপাবলির সঙ্গেই তেলেঙ্গানার যাদব সম্প্রদায় মেতে ওঠে মোষের মেলায় (Sadar celebrations in Hyderabad)। স্থানীয় ভাষায় যার নাম দুন্নাপোথুলা পাণ্ডুগা । বেশিরভাগই এই উৎসবকে সদর নামেই চেনে । এই অনুষ্ঠানে অংশ নিতেই এসেছে রাজু, গরুড়রা । মানুষ নয়, এগুলি প্রত্যেকটিই মোষের নাম । উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিটি মোষেরই একাধিক বিশেষত্ব রয়েছে ।
এবছর সদর উদযাপনের জন্য বিশাল আয়োজন করেছে নিজামের শহরের যাদব সম্প্রদায় । খয়রতাবাদের দুধওয়ালা সংগঠক মধু যাদবের নেতৃত্বে পৌরসভার মাঠে গণেশ মূর্তির সামনে প্রদর্শনের আয়োজন করা হয় । এই জাঁকজমকপূর্ণ উদযাপনে, বিরল জাতের মোষ বিশেষ আকর্ষণ হিসাবে থাকে ।
মধু যাদব মোষ কিনে তাঁর খামারে লালন-পালন করেন । 20 দিন আগে হায়মাদ আলম খানের থেকে 35 কোটি টাকা (35 crore rupees buffalo) দিয়ে গরুড়কে কিনেছেন তিনি । তার এতো দাম হওয়ার কারণ গরুড়ের বীর্যের ব্যাপক চাহিদা । মধু জানান, গরুড়ের বীর্যের এক ফোঁটা 1,200 থেকে 1,500 টাকায় বিক্রি হয় । রাজ্যে মুরাহ জাতি বৃদ্ধিতে তার বীর্য কাজে লাগানো হচ্ছে । গরুড়ের প্রাত্যহিক খাজ্য তালিকায় দুধ, পেস্তা, বাদাম, কাজু, আপেল, মুরগির ডিম, ছোলা, চিনাবাদাম, গাজর এবং বিটরুট থাকে । গরুড় ছাড়াও নজর কাড়ছে হরিয়ানার আরেকটি মোষ, রাজু । জানা গিয়েছে প্রদর্শনীতে অ্যাক্রোবেটিক্স করবে সে ।