পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Morbi Bridge Collapse: দুর্ঘটনার দিন মোরবি ব্রিজে ওঠার জন্য 3 হাজারের বেশি টিকিট বিক্রি, দাবি রিপোর্টে - মোরবি ব্রিজ নিয়ে ফরেনসিক রিপোর্ট

30 অক্টোবর গুজরাতের মোরবিতে নদীর উপর ভেঙে পড়েছিল ব্রিটিশ আমলে তৈরি কেবল ব্রিজ (Morbi Bridge Collapsed) ৷ প্রাণ হারিয়েছিলেন 135 জন ৷ এই দুর্ঘটনার ফরেনসিক রিপোর্ট জমা পড়েছে আদালতে (FSL report on Morbi bridge) ৷

ETV Bharat
Morbi Bridge Collapse

By

Published : Nov 22, 2022, 10:39 PM IST

মোরবি, 22 নভেম্বর: গত 30 অক্টোবর গুজরাতের মোরবিতে নদীর উপর ভেঙে পড়েছিল শতাব্দী প্রাচীন একটি কেবল ব্রিজ ৷ সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 135 জনের (Morbi bridge collapse incident) ৷ এই দুর্ঘটনায় এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ আদালতে জমা পড়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, দুর্ঘটনার দিন ওই ব্রিজে ওঠার জন্য 3 হাজার 165টি টিকিট বিক্রি করা হয়েছিল (FSL report on Morbi bridge)৷

সরকারের তরফে আদালতে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে ৷ ওই ব্রিজটির রক্ষণাবেক্ষণে দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থা ওরেভা গ্রুপ ও স্থানীয় পৌরসভার যে গাফিলতি ছিল, তা এই রিপোর্টে বলা হয়েছে ৷ সেতুটির সার্বিক নিরাপত্তা ও দেখভালের দায়িত্ব ছিল ওরেভা গ্রুপের, এই দুর্ঘটনায় ওই ব্যবসায়ী সংস্থার ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল ৷ সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে ব্রিজটির কেবলগুলিতেও জং ধরেছিল ৷

আরও পড়ুন: রেকর্ড গড়ার লক্ষ্যেই কি গুজরাতে জিততে মরিয়া মোদি ?

এফএসএল রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি ব্রিজটির যে সংস্কার হয়েছিল তাতে মেটাল ফ্লোরিং পদ্ধতি ব্যবহার করায় বেড়ে গিয়েছিল সেতুটির ওজন ৷ সংস্কারের সময় কেবলগুলির অবস্থা, বোল্টগুলির দিকেও নজর দেওয়া হয়নি ৷ যে কন্ট্রাক্টরদের দিয়ে এই সেতু সংস্কারের কাজ করানো হয়েছিল তারা এই কাজে দক্ষ ছিলেন না ৷ দুর্ঘটনার সময় এই ঝুলন্ত ব্রিজে 250 থেকে 300 জন ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details