এটচেরলা (অন্ধ্রপ্রদেশ), 6 নভেম্বর: তিন দিনে শ্রীকাকুলাম IIIT-র (Srikakulam IIIT Students Sick) শতাধিক ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন ৷ কারও পেটে ব্যথা, কারও বমি ৷ ক্যাম্পাসেই চিকিৎসা কর্মীরা তাঁদের প্রাথমিক চিকিৎসা করেছেন । কারও বৃহস্পতিবার আবার কারও শুক্রবার এই সমস্যা শুরু হয় । এখনও পর্যন্ত 300-রও বেশি ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে । তবে গোটা ঘটনা অভিভাবক ও জেলা প্রশাসনের থেকে গোপন রেখেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৷
উল্লেখ্য, আইআইআইটি-র অধিকর্তা জগদীশ্বর রাও বলেছেন যে, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই খবর পেয়ে শুক্রবার মাঝ রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু তাঁরা এ রকম কোনও ঘটনা দেখেননি । এ দিকে, শনিবার সকালে আরও 30 জন অসুস্থ হয়ে পড়েন । তাদের মধ্যে চারজনকে শ্রীকাকুলাম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক এবং কর্মীরা বাকিদের আইআইআইটির প্রাঙ্গণেই চিকিত্সা করছেন । কালেক্টর শ্রীকেশ বি. লাঠকার, আরডিও বি শান্তি এবং ডিএমএইচও বোদ্দেপল্লি মীনাক্ষী ঘটনাস্থলে গিয়ে সব দিক খতিয়ে দেখেন ৷
দূষিত খাদ্যই কি কারণ ?