দিল্লি, 25 জানুয়ারি : এবার সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলের উপর নজর পাকিস্তানের ৷ 26 জানুয়ারি কৃষকদের মিছিলে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে সেদেশের জঙ্গিগোষ্ঠীগুলি ৷ মিছিল ঘিরে উত্তেজনা তৈরি করতে পাকিস্তান থেকে একাধিক টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে দাবি করছে দিল্লি পুলিশ ৷ এই বিষয়ে কৃষক নেতাদের সচেতন থাকার অনুরোধ করেছে তারা ৷
পুলিশের দাবি, কৃষকদের উসকে দেওয়ার জন্য 13 থেকে 18 জানুয়ারি পর্যন্ত পাকিস্তান থেকে তৈরি হয়েছে 300টির বেশি টুইটার অ্যাকাউন্ট ৷ এই বিষয়ে গোয়েন্দা বিভাগের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক বলেন, "এখন পরিস্থিতি কঠিন ৷ চ্যালেঞ্জ রয়েছে তবে ট্রাক্টর মিছিল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷" তিনি আরও বলেন, "পাকিস্তানে অবস্থিত জঙ্গিগোষ্ঠীগুলি এই মিছিলে সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে ৷ পাকিস্তানের মাটি থেকে 308টি টুইটার হ্যান্ডেল তৈরি হয়েছে ৷ যেখানে কৃষি আইন নিয়ে কৃষকদের প্রতিবাদ এবং মিছিল সংক্রান্ত লিঙ্ক রয়েছে ৷"