কলকাতা, 12 মার্চ: 1993 সালের মার্চ মাস পর্যন্ত মুম্বই (তৎকালীন বোম্বে) 365 দিন আর 24 ঘণ্টা পার্টি ডেসটিনেশন ছিল ৷ এটা ছিল এমন একটা শহর যা কখনও ঘুমায় না এবং সেখানকার সকল বাসিন্দা প্রতিটি মুহূর্তে টাকার পিছনে ছুটে চলে ৷ ফুটপাথের বাসিন্দা থেকে শুরু করে ধূর্ত রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী এমনকী হর্ষদ মেহতার মতো বিগ বুল- মুম্বই বললে প্রচারের আলোয় আসতেন এঁরাই ৷ সেই সময় 'সন্ত্রাস' শব্দটি নিয়ে সকলের মধ্যে ধোঁয়াশা ছিল ৷ দূরবর্তী সীমান্তে ঘটে যাওয়া কোনও ঘটনা বলে মনে করা হত ৷ এই শহর সন্ত্রাস থেকে শত হস্ত দূরে ছিল (30 Years of First Terror Taste of Mumbai) ৷
কিন্তু, 1993 সালের 12 মার্চের এক উষ্ণ দুপুরে সন্ত্রাস অযাচিত অতিথির মতো হানা দিয়েছিল মুম্বইয়ের দরজায় ৷ আর এক ডজন ভয়াবহ বিস্ফোরণে বাণিজ্যনগরীর অস্মিতাকে খণ্ড-বিখণ্ড করে দিয়েছিল ৷ শুরুটা হয়েছিল ঠিক দুপুর 1টা 30 মিনিটে ৷ তার 100 মিনিট পর, দেশের বাণিজ্যনগরী মুম্বইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল সন্ত্রাসবাদ নামক দানব ৷ আর তারপরেই তদন্ত থেকে শুরু করে রাজনীতিবিদদের ভাষণ সবই চলেছিল ৷ কিন্তু, ওই অভিশপ্ত দিনের শেষে রক্তাক্ত মুম্বইয়ে 257 জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল ৷ 1400 মানুষ জখম হয়েছিলেন এবং আরও অনেকে নিখোঁজ হয়ে যান সেই ভয়াবহ দুপুরে ৷
93’র ধারাবাহিক বিস্ফোরণের পর জানা যায়, 1992 সালের ডিসেম্বর থেকে 1993 সালের জানুয়ারি মাসের মধ্যে হওয়া 2 টি দাঙ্গার বহিঃপ্রকাশ ছিল সন্ত্রাসবাদের এই হামলা ৷ 1992 সালের বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে আসে ৷ আর এই নির্মম ষড়যন্ত্রের মূলে ছিল কয়েকজন ভারতীয় ৷ ভারতীয় হলেও, অপরাধ জগতে তাদের নাম ছিল ৷ মুম্বইয়ে একাধিক মাফিয়া, পুলিশ আধিকারিক, শুল্ক বিভাগের আধিকারিক, অজানা পাকিস্তানি এবং চলচ্চিত্র জগতের নামী তারকা- সকলেই দেশের সবচেয়ে ভয়াবহ এবং বড় (প্রাণহানির প্রেক্ষিতে) সন্ত্রাস হামলার ষড়যন্ত্রী ছিল বলে জানতে পারে দেশ ৷