পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

30 kg Drug Seized: 300 কোটি টাকার কোকেন উদ্ধার করল জম্মু-কাশ্মীর পুলিশ - পঞ্জাব

পুলিশ আধিকারিকের মতে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পাশে বানিহাল এলাকা থেকে এই বছরের সবচেয়ে বড় মাদক উদ্ধারের পরে দুই পঞ্জাবের বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধারকৃত মাদক প্রাথমিকভাবে হেরোইন বলে ধারণা করা হলেও তদন্তে তা কোকেন বলে প্রমাণিত হয়।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 10:18 PM IST

জম্মু, 1 অক্টোবর:জম্মু ও কাশ্মীরের রামবান জেলার একটি গাড়ি থেকে 30 কেজি কোকেন উদ্ধার করল পুলিশ ৷ আন্তর্জাতিক বাজারে যার মূল্য 300 কোটি টাকা ৷ রবিবার জম্মু-কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এমনটাই জানিয়েছেন ৷ একইসঙ্গে, একটি মাদক সন্ত্রাস মডিউলকে পুলিশ ভাঙতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছেন তিনি ৷

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পাশে বানিহাল এলাকা থেকে চলতি বছর সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনার পর পঞ্জাবের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার করা মাদক প্রাথমিকভাবে হেরোইন বলে ধারণা করা হলেও তদন্তে তা কোকেন বলে প্রমাণিত হয়।

জম্মুর অতিরিক্ত ডিজি মুকেশ সিং বলেন, “শনিবার রাত প্রায় সাড়ে 10টা নাগাদ পুলিশ সুপার মোহিতা শর্মার নেতৃত্বে রামবান পুলিশ কাশ্মীর থেকে জম্মুর দিকে আসা রেলওয়ে চক বানিহালে একটি গাড়িকে আটক করে ৷ এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় 30 কেজি কোকেন উদ্ধার হয় ৷ যার আন্তর্জাতিক বাজারে আনুমানিক মূল্য প্রায় 300 কোটি টাকা। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷” তিনি আরও জানান, পুলিশের এই সফল অভিযানের ফলে একটি মাদক সন্ত্রাস মডিউলকে ধ্বংস করা সম্ভব হয়েছে।

নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের ধারার অধীনে একটি মামলা বানিহাল থানায় নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এডিজিপি বলেন, “এই অপারেশন এসএসপি রামবান এবং তাঁর দলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল ৷ যারা ক্রমাগত মাদক চোরাচালানকারী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ৷” তিনি জানান, রামবান পুলিশের দল ইতিমধ্যেই বিপুল সংখ্যক কুখ্যাত ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা করেছে।

সিং বলেন, "2022 সালে মোট 104টি মামলা (এনডিপিএস আইনের অধীনে) নথিভুক্ত করা হয়েছে ৷ দুই হাজার 500 কেজি পোস্ত, 10 কেজি চরস, 200 গ্রাম হেরোইন এবং 200টি ট্যাবলেট উদ্ধারের পর 2023 সালে এই ধরনের 36টি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷" এনডিপিএস আইনে অবৈধ ট্রাফিক প্রতিরোধের অধীনে 158 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ মোট তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: 'দুর্বলের রক্ষাই হিন্দুর ধর্ম,' দুই পাতায় হিন্দুত্ব নিয়ে 'মন কি বাত' রাহুলের

বানিহাল থানা সূত্রে খবর, ধৃত পাচারকারীরা জলন্ধরের বাসিন্দা সরবজিত সিং এবং পঞ্জাবের ফাগওয়ারার হানি বসরা ৷ গাড়িতে লুকিয়ে রাখা তিন কেজি মাদক পাওয়া গেলেও তাদের লাগেজ থেকে 27 কেজি উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ পুলিশের দাবি, কোকেন সীমান্তের ওপার থেকে পাচার করা হয়েছিল ৷ এরপর তা উত্তর কাশ্মীর থেকে পঞ্জাবে নিয়ে যাওয়া হচ্ছিল।

ABOUT THE AUTHOR

...view details