তরণ তারণ (পঞ্জাব), 24 সেপ্টেম্বর : পঞ্জাবের তরণ তারণ জেলার ভগবানপুরা গ্রাম থেকে সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ ৷ ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷
ভিখিউইন্ডের পুলিশ আধিকারিক নভদীপ সিং সংবাদসংস্থাকে জানিয়েছেন, পুলিশ যখন ওই তিন সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করতে যায় তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং পালানোর চেষ্টা করে ৷ যদিও পরে পুলিশ তাদের ধরে ফেলে ৷ গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তিনি ৷