পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

FIR against Uddhav: মুখ্যমন্ত্রী উদ্ধব, স্ত্রী রেশমি আর যুব সেনা প্রধানের বিরুদ্ধে এফআইআর

একজনের বিরুদ্ধে আরেকজনের পাল্টা জবাব দেওয়া চলছে, তাও আইনি পথে ৷ রানের গ্রেফতার ও জামিনের পর বিজেপি সভাপতির তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তাঁর স্ত্রী আর যুব সেনা প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল ৷

রানে বনাম ঠাকরে
রানে বনাম ঠাকরে

By

Published : Aug 26, 2021, 11:42 AM IST

নাসিক, 26 অগস্ট : একপ্রকার প্রতিশোধই নিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে ৷ গতকাল এফআইআর দায়ের করা হল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (CM Uddhav Thackeray), তাঁর স্ত্রী ‘সামনা’-র (Saamana) সম্পাদক রেশমি ঠাকরে (Rashmi Thackeray) এবং যুব সেনা প্রধান বরুণ সরদেশাইয়ের (Yuva Sena chief Varun Sardesai) বিরুদ্ধে ৷ নাসিক পুলিশ জানিয়েছে, নাসিকে বিজেপি সভাপতির (President of the Nashik unit of BJP) তরফে 3 জন অভিযোগ জানিয়েছেন নাসিক সাইবার পুলিশ স্টেশনে (ashik city cyber police station) ৷

অভিযোগ, যুবসেনা প্রধান বরুণ সরদেশাই কেন্দ্রীয় মন্ত্রী রানের বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর জন্য তাঁর বাড়ি ‘বর্ষা’য় (Varsha) গিয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে এসেছেন উদ্ধব ঠাকরে ৷ এতে আইন এবং শাসন বিষয়ে একটা ভুল বার্তা ছড়িয়ে পড়ছে সমাজে ৷ বিক্ষোভ চলাকালীন সরদেশাইয়ের উসকানিমূলক মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ এই অভিযোগে ঋষিকেশ জয়ন্ত আহের (Rishikesh Jayant Aher) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি ভারতীয় দণ্ডবিধির 153 (এ), 107, 212 এবং সাইবার অপরাধের আইন অনুযায়ী মামলা দায়ের হওয়া উচিত ৷

আরও পড়ুন : Narayan Rane : সামনায় রানের সমালোচনা, শিবসেনা বিধায়কের পালটা খুনের হুমকি

মুখ্যমন্ত্রী উদ্ধব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অসম্মানসূচক মন্তব্য করছেন, এমন একটি ভিডিয়ো ক্লিপের ভিত্তিতে উদ্ধবের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি জানিয়েছেন সুনীল রঘুনাথ কেদার (Sunil Raghunath Kedar) ৷ তিনি আরও জানিয়েছেন যোগী আদিত্যনাথ শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, তিনি একজন বিজেপি নেতা আর গোরক্ষপুর মঠের মহন্ত ৷ তাঁর সঙ্গে হিন্দুত্বের আবেগ জড়িয়ে রয়েছে ৷ তাই এর পরিপ্রেক্ষিতে ঠাকরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153এ(1), 153বি, 189, 295এ, 504, 505 (2) এবং 506 ধারায় মামলা হওয়া উচিত ৷

তৃতীয় অভিযোগকারী শিবাজী নিভরুত্তি বার্কে (Shivaji Nivrutti Barke) মুখ্যমন্ত্রীর স্ত্রী রেশমি ঠাকরে ও নাসিক পৌরনিগমে (Nashik Municipal Corporation, NMC) শিবসেনা নেতা অজয় বোরাস্তের (Ajay Boraste) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ৷ বুধবার (25 অগস্ট) শিবসেনা মুখপত্র ‘সামনা’য় (Saamana) কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের সমালোচনা করে একটি অপমানজনক সম্পাদকীয় ছাপা হয়েছে ৷ বোরাস্তে এই সম্পাদকীয়ের পোস্টার বানিয়ে চারদিকে ছড়িয়ে দিয়েছেন ৷ তাই মানহানির মামলা দায়ের করে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন শিবাজী ৷

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের জেরে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতার করা হয় ৷ যদিও তিনি রায়গড়ে মহাড় কোর্টে জামিন পেয়ে যান ৷

ABOUT THE AUTHOR

...view details