পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রেমডেসিভিরের কালোবাজারি, গ্রেফতার 3 - covid 19

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ৷ অক্সিজেনের অভাব দেখা দিয়েছে দেশজুড়ে ৷ বেশ কয়েকটি হাসপাতাল জানিয়েছে তাদের কাছেও অক্সিজেন প্রায় শেষের দিকে ৷ পাশাপাশি অনেকেই ওষুধ ও অক্সিজেনের কালোবাজারির অভিযোগ করেছে ৷

remdesivir
রেমডিসিভির

By

Published : Apr 25, 2021, 5:24 PM IST

Updated : Apr 25, 2021, 7:11 PM IST

নয়াদিল্লি, 25 এপ্রিল : চড়া দামে রেমডেসিভির বিক্রি করার অভিযোগে 3 ব্য়ক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ তাদের কাছ থেকে নগদ এক লাখ কুড়ি হাজার টাকা পাওয়া গেছে ৷

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ৷ অক্সিজেনের অভাব দেখা দিয়েছে দেশজুড়ে ৷ বেশ কয়েকটি হাসপাতাল জানিয়েছে, তাদের কাছেও অক্সিজেন প্রায় শেষের দিকে ৷ পাশাপাশি অনেকেই ওষুধ ও অক্সিজেনের কালোবাজারির অভিযোগ করেছে ৷

আরও পড়ুন- ভবানীপুর থেকে শেষ হাসি হাসতে পারবেন মমতা ?

খবর পেয়ে আজ নয়ডা ও গাজিয়াবাদ এলাকায় হানা দেয় পুলিশ ৷ অভিযোগের ভিত্তিতে তল্লাশি চলে বিভিন্ন এলাকায় ৷ সেখান থেকে 3 জনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মধ্য় দু’জন গাজিয়াবাদের বাসিন্দা ৷ তাঁদের নাম অলোক ত্যাগী এবং অভিষেক ৷ অপর একজনের নাম সোমেল গুপ্তা ৷ তাঁর বাড়ি নয়ডাতে ৷

ওই তিনজনের বিরুদ্ধে রেমডেসিভির ওষুধের প্রতিটি ডোজ 40 হাজার টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ রয়েছে ৷ তাদের কাছ থেকে 3টি রেমডেসিভিরের ডোজ পাওয়া গেছে ৷ পাশাপাশি 100টি অক্সিমিটার এবং 48টি ছোটো অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Last Updated : Apr 25, 2021, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details