অমৃতসর, 5 এপ্রিল: একটি বাড়িতে আগুন লেগে পরিবারের 3 সদস্যের মৃত্যু হল ৷ ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন পরিবারের আরও 5 সদস্য ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসর জেলার ইসলামাবাদের রাম নগর কলোনির রোজ এনক্লেভের একটি বাড়িতে ৷ প্রাথমিকভাবে পুলিশ ও দমকলের তরফে জানানো হয়েছে, শর্ট সার্কিটের কারণে পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে ৷ তবে, পূর্ণাঙ্গ তদন্তের পরেই আগুন লাগার সঠিক কারণ জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷
জানা গিয়েছে, গুরবিন্দর সিং নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল রাতে হঠাৎই আগুন লেগে যায় ৷ ঘটনায় গুরবিন্দরের ছেলে তিজেন্দর সিং এবং তাঁর স্ত্রী মনদ্বীপ কৌর ও ছোট ছেলে দিলপ্রীত সিং মারা গিয়েছে ৷ তিজেন্দর সিংয়ের শাশুড়ি সিমরণ কৌর জানিয়েছেন, মাঝরাতে তাঁরা ফোনে খবর পান, তিজেন্দর সিংয়ের বাড়িতে আগুন লেগেছে ৷ ওই বাড়ির আরও 5 সদস্য গুরুতরভাবে জখম হয়েছেন ৷ তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ দমকলের তরফে জানানো হয়েছে, বাড়িটির প্রায় অধিকাংশই পুড়ে গিয়েছে ৷