পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mumbai Gang-Rape Case: মানসিক ভারসাম্যহীনকে গণধর্ষণ করে ভিডিয়ো পোস্ট সোশাল মিডিয়ায়, মুম্বইয়ে গ্রেফতার 3 নাবালক - পকসো আইন

মুম্বইয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণের অভিযোগ (Mumbai Gang-Rape Case) ৷ নারকীয় এই ঘটনায় অভিযুক্ত তিন নাবালক ৷ তাদের গ্রেফতার করে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে ৷

Mumbai Gang-Rape Case ETV BHARAT
Mumbai Gang-Rape Case

By

Published : Jan 21, 2023, 8:40 PM IST

মুম্বই, 21 জানুয়ারি: মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ (3 Minors Allegedly Rape Mentally Challenged Girl) ৷ ঘটনায় অভিযুক্ত 3 জনই অপ্রাপ্তবয়স্ক বলে জানা গিয়েছে ৷ অভিযোগ ধর্ষণের ভিডিয়োগ্রাফি করে তা সোশাল মিডিয়ায় আপলোড করে দেয় অভিযুক্ত ওই তিন নাবালক ৷ শনিবার ঘাটকোপার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, ওই যুবতী শৌচালয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, নির্যাতিতাকে জোর করে শৌচালয়ের ভিতরে টেনে নিয়ে যায় অভিযুক্তরা ৷ সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় ৷ এমনকী পুরো ঘটনার ভিডিয়ো করে অভিযুক্তরা ৷ এরপর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয় ৷ নির্যাতিতার দাদা প্রথম ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশাল মিডিয়ায় দেখেন ৷ তিনিই পরিবারের সদস্যদের বিষয়টি জানান ৷ পরিবারের তরফে ঘাটকোপার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিন নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে ৷ পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে, ধৃতেরা সকলেই নাবালক হওয়ায় পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷ পাশাপাশি, ভারতীয় দণ্ডবিধির 66 E এবং 67 B তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, গত শুক্রবার রাতে ওই নির্যাতিতার বাবা অফিস থেকে বাড়ি ফেরেন ৷ সকলের নৈশভোজের পর নির্যাতিতার দাদা তাঁর বাবার কাছে যান এবং কাঁদতে থাকেন ৷ তিনি জিজ্ঞেস করলে ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখান ওই যুবক ৷

আরও পড়ুন:দুই নাবালিকাকে অপহরণ করে রেলস্টেশনে গণধর্ষণ ! ভুবনেশ্বরে গ্রেফতার 1

সেই ভিডিয়ো দেখার পরেই, তাঁরা পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশ তথ্যপ্রমাণ হিসেবে ভিডিয়োটি নিজেদের হেফাজতে রেখেছে ৷ তবে, দ্রুত সেটিকে সোশাল মিডিয়া থেকে সরাতে মুম্বই পুলিশের সাইবার শাখার সঙ্গে যোগাযোগ করেছেন ঘাটকোপার থানার তদন্তকারী আধিকারিকরা ৷ নির্যাতিতা যুবতীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ৷ সেই রিপোর্ট দেখে পরবর্তী তদন্ত শুরু হবে ৷ এই ঘটনাটি জানাজানি হতেই হইচই পড়ে গিয়েছে মুম্বই শহরে ৷

ABOUT THE AUTHOR

...view details