পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

J&K encounter : ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা সঙ্গে লড়াইয়ে নিহত 3 জঙ্গি - আফগানিস্তান

গতকাল দু’জনের পর জম্মু-কাশ্মীরে পুলিশি এনকাউন্টারে তিনজন অজ্ঞাত পরিচয় জঙ্গিকে ফের নিকেশ করা হল। জঙ্গিকে খতম করার কথা জানিয়ে টুইট করেছে কাশ্মীর জোন পুলিশ ৷

J&K encounter
সেনা-জঙ্গির লড়াই

By

Published : Aug 21, 2021, 11:41 AM IST

শ্রীনগর, 21 অগস্ট : জম্মুর খ্রেউ পামপোর (Khrew Pampore) এবং কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) দুই জঙ্গিকে গতকাল নিকেশ করেছে স্থানীয় পুলিশ ৷ আজ ফের কাশ্মীর জোন পুলিশ তাদের টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছে, "যে তিনজনকে খতম করা হয়েছে তাঁরা জইশ-ই-মহম্মদ (জেইএম) নামের কুখ্যাত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।’’

জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেইএম) সঙ্গে যুক্ত তিনজন অজ্ঞাতপরিচয় জঙ্গিকে নিকাশ করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জঙ্গিরা অবন্তীপোরা (Awantipora) জেলার নাগবাইরান ট্রালের ওপরের যে জঙ্গল রয়েছে সেখানে জমায়েত হয়েছিল।

উল্লেখ্য, খ্রেউ পামপোরের যে জঙ্গিকে গতকাল হত্যা করা হয় সে চলতি বছরেই একটি সরকারি স্কুলের পিয়নকে হত্যা করে। মৃতদের মধ্যে একজনের নাম মুশাইব মোস্তাক। অন্যজন হল মুজাইল আহমেদ।

কাশ্মীর জোন পুলিশ টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছে

আরও পড়ুন : J&K encounter : কাশ্মীরে এনকাউন্টারে এক জঙ্গি নিকেশ

তালিবানদের আফগানিস্তান দখলের 'সাফল্যে' জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM-এর) প্রধান মাসুদ আজহার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি দলের সদস্যদের বার্তা দিয়েছেন যে, ভবিষ্যতে কাশ্মীর নিয়ে প্রস্তুত থাকতে ৷ এই আনন্দ প্রকাশকে বেশ গুরুত্বপূ্র্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details