পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Food Poisoning in Rohtak: খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের 3 শিশুর মৃত্যু, হাসপাতালে আরও 6

রোহতকে দুই ভাইয়ের পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো রাতের খাবার খান ৷ এরপরই অঘটন ৷ খাদ্যে বিষক্রিয়ার জেরে প্রাণ গেল 3 শিশুর ৷ বাকি 6 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷ খবর পেয়ে শিবাজি কলোনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

Food Poisoning in Rohtak
খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের 3 নাবালিকার মৃত্যু

By

Published : Aug 17, 2023, 2:52 PM IST

রোহতক, 17 অগস্ট: হরিয়ানার রোহতকের বালান্দ গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হল তিন শিশুর ৷ ওই তিনজন একই পরিবারের ৷ পরিবারের বাকি 6 সদস্যকে স্থানীয় পিজিআই হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ওই 6 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ জানা গিয়েছে, 15 অগস্ট সন্ধ্যায় দুই ভাইয়ের পরিবারের 9 জন একসঙ্গে ডিনার করেন। পরদিন সকালে পরিবারের সবাই বমি করতে থাকেন। প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভরতি করেন ৷

এরপরে, গুরুতর অবস্থায় কয়েকজনকে রোহতক পিজিআই-তে ভরতি করা হয়। কয়েকজনকে বেসরকারি হাসপাতালেও ভরতি করা হয়েছে। ভরতির সঙ্গে সঙ্গেই 3 শিশুর মারা যায়। বর্তমানে 2 শিশুর অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে 7 বছর বয়সি দিব্যা, 5 বছরের লক্ষিতা এবং 1 বছরের খেয়াতি। শিবাজি কলোনি থানা পুলিশ তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্টের পরই বলা যায় ৷ পিজিআই-তে মৃত শিশুদের ময়নাতদন্ত করা হবে।

আরও পড়ুন:ফুচকা খেয়ে অসুস্থ একই গ্রামের 35 জন, কৃষ্ণগঞ্জে চাঞ্চল্য

শিবাজী কলোনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ওই পরিবারের সদস্যরা যে খাবার খেয়েছেন তাও খতিয়ে দেখা হবে। খাবারে কোনও বিষাক্ত পদার্থ থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। অথবা এমন কিছু প্রাণী যা বিষাক্ত, খাবারে পড়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ পুলিশ আরও জানিয়েছে, রাজেশ ও রাকেশ রোহতক জেলার বালান্দ গ্রামের দুই ভাই। দুই পরিবার একসঙ্গেই থাকে। রাজেশের চার মেয়ে, রাকেশের এক ছেলে। দুই ভাই চাষবাস করেন এবং বহু বছর ধরে একসঙ্গেই থাকেন। সেদিন রাতে খাবার পর থেকে তাঁরা অসুস্থ হয়ে পড়েন ৷

আরও পড়ুন:চড়কের মেলার চাট খেয়ে হাসপাতালে শতাধিক, বেশিরভাগই শিশু

ABOUT THE AUTHOR

...view details