উন্নাও, 18 ফেব্রুয়ারি:মাঠের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে আছে 3 দলিত কিশোরী। এই দৃশ্য নজরে আসার পরই তীব্র উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের উন্নাও-তে। পুলিশ জানিয়েছে, ওই তিন জনের মধ্যে থেকে 2 জনের মৃত্যু হয়েছে। বাকি আর এক জনের চিকিত্সা চলছে।
উন্নাওয়ের আশোহা এলাকার ঘটনা। পুলিশসুপার আনন্দ কুলকার্নি জানিয়েছেন, ''আশোহা থানা এলাকার একটি মাঠে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তিন কিশোরীকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু জনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। জেলা হাসপাতালে আর এক জনের চিকিত্সা চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘাস কাটতে তারা মাঠে গিয়েছিল।'' সুপার আরও জানান, ''মেয়ে বাড়িতে ফিরছে না দেখে তাদের খোঁজ শুরু করে তাদের পরিবার। ডাক্তাররা জানিয়েছেন, ওই তিন কিশোরীর শরীরে বিষ পাওয়া গিয়েছে।'' তিন কিশোরীর শরীরে ক্ষতের দাগও মিলেছে বলে জানিয়েছে পুলিশ।