পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CRPF Jawans killed : মাও হামলায় ওড়িশায় প্রাণ হারালেন তিন সিআরপিএফ জওয়ান - CRPF Jawans killed

মঙ্গলবার দুপুরে যখন সিআরপিএফ এর একটি দল ওড়িশার নুয়াপাড়া জেলা বৈশদানি এলাকায় টহল দিচ্ছিল তখন তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা (3 CRPF Jawans killed in Maoist attack at Nuapada district of Odisha) ৷

three CRPF Jawans killed
তিন সিআরপিএফ জওয়ানের মৃত্যু

By

Published : Jun 21, 2022, 6:54 PM IST

Updated : Jun 21, 2022, 8:42 PM IST

ভুবনেশ্বর, 21 জুন : মাওবাদী হামলায় ওড়িশায় প্রাণ হারালেন 3 সিআরপিএফ জওয়ান ৷ জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে যখন সিআরপিএফ এর একটি দল ওড়িশার নুয়াপাড়া জেলা বৈশদানি এলাকায় টহল দিচ্ছিল তখন তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা (3 CRPF Jawans killed in Maoist attack at Nuapada district of Odisha) ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন জওয়ানের ৷

মৃত তিন জওয়ান হলেন, এএসআই শিশুপাল সিং (উত্তরপ্রদেশ), এএসআই শিবলাল (হরিয়ানা) এবং কনস্টেবল ধর্মেন্দ্র সিং (হরিয়ানা) ৷ এরা প্রত্যেকেই সিআরপিএফ এর জি-19 ব্যটেলিয়ানে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার কথা স্বীকার করেছেন ওড়িশা পুলিশের ডিজি এসকে বনশল ৷ জেলা পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন ৷

মনে করা হচ্ছে, আগে থেকে পরিকল্পনা করেই এদিন হামলা চালায় মাওবাদীরা ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ রাজ্য সরকারের তরফে শহিদ জওয়ানদের পরিবারকে 20 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : কাশ্মীরে 2টি পৃথক এনকাউন্টার, মৃত জঙ্গি

Last Updated : Jun 21, 2022, 8:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details