নয়াদিল্লি, 18 অগস্ট: তিনি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor)। ঠিক কোন কোন উপায় অবলম্বন করলে দেশ সুরক্ষিত থাকবে তা ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি । সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) বাড়ির নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে । জানা গিয়েছে এক ব্যক্তি নিয়ে গাড়ি নিয়ে প্রায় ডোভালের বাড়িতেই ঢুকে গিয়েছিলেন । ঘটনাট অবশ্য ফেব্রুয়ারি মাসের 16 তারিখের । স্বভাবতই কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার । কর্তব্যে গাফিলতি করায় সিআইএসএফের তিন জওয়ানকে বরখাস্ত করা হল (Three CISF Commandos Were Dismissed ) ।
জানা গিয়েছে ডোভালের দিল্লির বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই তিন জওয়ান। সে সময় একটি গাড়ি চালিয়ে এক ব্যক্তি নিরাপত্তার সমস্ত বেষ্টনী অতিক্রম করে বাড়ির খুব কাছে চলে যায় । তাকে অবশ্য সেথানেই আটরকে দেওয়া হয়। দ্রুতও গ্রেফতারও করা হয় । তবে ঘটনায় ওই তিন জওয়ান নিজেদের দায়িত্ব পালন করেননি বলেই মনে করে সংশ্লিষ্ট মহল । এরপরই তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ।