পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Greater Noida Rape Case: অশ্লীল ভিডিয়ো তৈরি করে পাঁচমাস ধরে দ্বাদশের ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত তিন - পাঁচমাস ধরে দ্বাদশের ছাত্রীকে ধর্ষণ

পাঁচমাস ধরে ব্ল্য়াকমেল করে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেটার নয়ডায় (Class 12 girl student gangraped in Greater Noida) ৷ ঘটনায় মেয়েটির প্রেমিক ও তার দুই বন্ধু জড়িত বলে অভিযোগ ৷ মানসিক নির্যাতনে আত্মঘাতী হতে গেলে পরিবার সব জানতে পারে ৷ তার পর পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ অভিযুক্তরা পলাতক ৷

Rape Case
Rape Case

By

Published : Jan 20, 2023, 3:16 PM IST

গ্রেটার নয়ডা ও নয়াদিল্লি: দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রেটার নয়ডায় (Gang Rape) ৷ অভিযুক্ত তিনজন ৷ অভিযোগ, ওই ছাত্রীর অশ্লীল ভিডিয়ো (Obscene Video) তৈরি করে ব্ল্যাকমেল করে অভিযুক্তরা ৷ তার পর টানা পাঁচমাস ধরে মেয়েটির উপর অত্যাচার চলতে থাকে বলে অভিযোগ ৷ কিন্তু মেয়েটির পরিবারের সদস্যরা এই বিষয়ে কিছুই জানতেন না ৷

জানা গিয়েছে, সম্প্রতি মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে ৷ তখনই পরিবারের মধ্যে এই নিয়ে শোরগোল পড়ে ৷ তার পর মেয়েটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান ৷ পরে পরিবারের সদস্যরাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের এখনও ধরা যায়নি ৷ তাদের সন্ধানে তল্লাশি চলছে বলে খবর ৷

নির্যাতিতার অভিযোগ, দ্বাদশের ওই ছাত্রী ইন্টার কলেজে পড়ে ৷ সেখানেই এক যুবকের সঙ্গে তার প্রেম হয় ৷ প্রেমিকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয় ৷ সেই সময়ের ভিডিয়ো রেকর্ড করা ছিল ৷ সেটা দেখিয়েই প্রথমে ওই যুবক তাকে ধর্ষণ করে ৷ পরে সে ভিডিয়োটি দেয় দুই বন্ধুকে ৷ তখন ওই দু’জন মেয়েটির উপর অত্যাচার চালাতে থাকে ৷ কাউকে কিছু জানালে, ভিডিয়ো প্রকাশ্যে আনার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ৷ নির্যাতিতার দাবি, তার ভাই ও বোনকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় ৷ সেই কারণে ভয় পেয়ে সে গত পাঁচ মাস ধরে এই অত্যাচার সহ্য করেছে (3 Accused Gang Raped 12th Class Student) ৷

নির্যাতিতার দাবি, দিনদিন অত্যাচারের মাত্রা বাড়ছিল ৷ অভিযুক্ত তিনজন ওই ছাত্রীকে তাদের অন্য বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাপ দিচ্ছিল ৷ ফলে মানসিক হতাশা থেকে সে আত্মহত্যার চেষ্টা করে ৷ কিন্তু মেয়েটির বোন জেনে যাওয়ায় বাড়ির সদস্য়দের জানিয়ে দেয়৷ তখন পরিবারের সদস্যরা তাকে বাঁচিয়ে নেয় ৷ তার পরই পরিবারের সদস্যদের সব জানায় দ্বাদশের ওই ছাত্রী ৷

মেয়ের উপর হওয়া অত্যাচারের কথা জানার পর মেয়েটির মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ গ্রেটার নয়ডা জোনের এডিসিপি দীনেশ কুমার সিং জানান, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের ধারায় মামলা দায়ের করেছে । অভিযুক্ত ও তার বন্ধুদের খুঁজছে পুলিশ । শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে । অভিযুক্তদের গ্রেফতার করতে একাধিক টিম গঠন করা হয়েছে ।

আরও পড়ুন:রাজস্থানে রতনগড়ে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details