পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Russian Tourist Death: পুতিনের সমালোচক রাশিয়ান সাংসদ পাভেল আন্তভের রহস্যমৃত্যু ওড়িশায় - ওড়িশায় এক সপ্তাহের মধ্যেই রহস্যমৃত 2 রাশিয়ান

25 ডিসেম্বর ওড়িশার রায়াগাদার হোটেলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পাভেল আন্তভ নামের এক রুশ রাজনীতিবিদের দেহ (2nd Russian Tourist Death) । তার দিনকয়েক আগে ওই হোটেলেই মারা গিয়েছেন তাঁর বন্ধু, ভ্লাদিমির বিদেনভ । পরপর দুই বিদেশির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে (2nd Russian Tourist Death in a week)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 27, 2022, 8:46 PM IST

পরপর দুই বিদেশির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশায়

ভুবনেশ্বর, 27 ডিসেম্বর: ওড়িশায় গত কয়েকদিনে মৃত্যু হয়েছে দুই রুশ নাগরিকের । একই হোটেলে পরপর দুই বিদেশির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে । রাশিয়ান আইনপ্রণেতা এবং সমাজসেবী পাভেল আন্তভকে 25 ডিসেম্বর হোটেলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । ওড়িশার রায়গাদায় নিজের 65 বছরের জন্মদিন উদযাপন করছিলেন তিনি । প্রাথমিক রিপোর্টে পুলিশ জানিয়েছে, হোটেলের তৃতীয় তলার জানালা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে (2nd Russian Tourist Death in a week) ।

পাভলের মৃত্যুর দু'দিন আগেই তাঁর আরেক সহকর্মী, 61 বছরেরে ভ্লাদিমির বুদানভকে ওই হোটেলেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল । জানা গিয়েছে, ভ্লাদিমির এবং আন্তোভ-সহ চার রাশিয়ান পর্যটক 21 ডিসেম্বর দারিংবাড়ি ঘোরার পর ওই হোটেলে চেক ইন করেছিলেন ।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে ধৃত 'সন্দেহজনক' বিদেশি

তদন্তকারীদের তরফে এসপি, বিবেকানন্দ শর্মা বলেন, "21 ডিসেম্বর রায়গাড়ার একটি হোটেলে 4 জন থাকতে এসেছিলেন । 22 ডিসেম্বর সকালে তাঁদের মধ্যে একজন, বি ভ্লাদিমির, মারা যান । ময়নাতদন্তের পরে দেখা যায় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন । তাঁর বন্ধু, পাভেল আন্তোভ সম্ভবত তাঁর মৃত্যুর পর হতাশায়, মনোকষ্টে ভুগছিলেন । তিনিও 25 ডিসেম্বর মারা যান ।" ওড়িশার ডিজিপি সুনীল বানসাল বলেন, "“আমি ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছি দু'জনের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য । জেলা পুলিশকে তদন্তে সহায়তা করতে হবে । প্রয়োজনে সিবি সম্পূর্ণভাবে মামলার তদন্তভার গ্রহণ করবে ।”

আরও পড়ুন: ক্যারাভ্যানে বিশ্বভ্রমণ ! ঘুরতে ঘুরতে ভারতে পৌঁছলেন 15 দম্পতি

রাশিয়ান সংসদের ভাইস স্পিকার ব্যাচেস্লাভ কার্তুখিন বলেন, "আমাদের সহকর্মী, একজন সফল উদ্যোক্তা এবং সমাজসেবী পাভেল আন্তোভ প্রয়াত হয়েছেন । ইউনাইটেড রাশিয়া উপদলের ডেপুটিদের পক্ষ থেকে, আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি তাঁর পেশাদারিত্ব এবং ব্যক্তিগত গুণাবলী, উভয়ের জন্যই সমাদৃত ছিলেন । পাভেলের মৃত্যু অপূরণীয় ক্ষতি ।"

আরও পড়ুন: ধারাবাহিক বিস্ফোরণ পাকিস্তানের বালুচিস্তানে, মৃত কমপক্ষে 5

ABOUT THE AUTHOR

...view details