পুনে, 22 অক্টোবর: বেসরকারি উড়ান অ্যাকাডেমির বিমান আছড়ে পড়ল মাঠে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ৷ মহারাষ্ট্রের পুনেতে একটি গ্রামের কাছেই এই দুর্ঘটনা ঘটে ৷ বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহার হচ্ছিল ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণে অংশ নেওয়া বিমানচালক এবং এক ইনস্ট্রাক্টর আহত হয়েছেন ৷ সকাল 8টা নাগাদ বারামতী তালুকে গোজুবাভি গ্রামে প্রশিক্ষণের বিমানটি ভেঙে দুর্ঘটনা ঘটেছে ৷
বারামতী থানার উচ্চাধিকারিক প্রভাকর মোরে বলেন, "রেডবার্ড ফ্লাইট ট্রেনিং অ্যাকাডেমির একটি ট্রেনিং এয়ারক্রাফ্ট গোজুবাভি গ্রামের কাছে ভেঙে পড়ে ৷ একজন ট্রেনি পাইলট এবং একজন ইনস্ট্রাক্টর এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৷" তবে বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি ৷ তিনি বলেন, "আমরা এই ঘটনার তদন্ত করছি ৷" একটি বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷
অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, রেডবার্ড অ্যাকাডেমি টেন্সন্যাম এয়ারক্রাফ্ট ভিটি-আরবিটি বিমানটি বারামতীর কাছে জরুরি ভিত্তিতে অবতরণ করে ৷ ইনস্ট্রাক্টর এবং ট্রেনি দু'জনই নিরাপদে আছেন ৷ তদন্ত চলছে ৷