পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বছর শেষে কর্মক্ষেত্রে প্রাপ্তি ও প্রশংসার বন্যা কাদের ভাগ্যে, জানুন রাশিফলে - মীন

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 5:30 AM IST

মেষ:বাড়ির পরিবেশ উন্নত করতে আপনার সঙ্গীর যে চাহিদা, তা আজ আপনাকে মেনে নিতে হবে। যে পদক্ষেপগুলো নিতে হবে তা দ্রুত নিন ৷ আপনি এতই প্রফুল্ল এবং উদ্যমী থাকবেন, যে আপনার সঙ্গীর মুখে অবশেষে হাসি ফোটাতে পারবেন। আপনার প্রাণবন্ততাতে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।

বৃষ: চটজলদি সিদ্ধান্ত নেওয়া এবং দ্রুত সেগুলি নিয়ে কাজ করার জন্য প্রস্তুত থাকুন। যেকোনও ধরনের আকস্মিক ঘটনা সামলানোর সূক্ষ্ম বুদ্ধি এবং অভিজ্ঞতা দুইই আপনার আছে। সবকিছু সঠিক ভাবে বোঝা এবং যথার্থ সমাধান খুঁজে বার করতে, আপনার কোনও সমস্যা হবে না। আপনার উদ্যমকে ঠিক দিকে চালিত করুন ৷ আপনার সময় বুদ্ধিমানের মতো ব্যয় করুন। কিছু সৃজনশীল কাজ করে আজ দিনটির সদ্ব্যবহার করুন। আজ আপনি আর্থিক বিষয় নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন।

মিথুন:আজ আপনার পরিবারের সদস্য এবং বন্ধুরা আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা থাকবে ৷ সেগুলি পূরণ করার চেষ্টা করতে গিয়ে আপনি খিটখিটে হয়ে উঠবেন। যাই হোক, আপনার থেকে যেসব চাহিদা, আপনি সেগুলি সামলানোর সৃজনশীল উপায় খুঁজে বার করবেন ৷ শেষ পর্যন্ত সফল হবেন। আজ আপনার মেজাজ ভালোর দিকেই থাকবে ৷ আপনার সুস্থতার মাত্রাও অনেক বেশি থাকবে। আপনি সব ক্ষেত্রের সব কাজই দ্রুত এবং মসৃণ ভাবে সম্পন্ন করবেন।

কর্কট: দিনটি অসাধারণ ভাবে শুরু হবে ৷ প্রেম জীবনে অনন্য সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। জীবন সঙ্গীর সঙ্গে আপনার বন্ধন আন্তরিক হবে। পরিবারে শান্তি ও সুখ বজায় থাকবে। সমস্ত দিন আনন্দমুখর ও সুন্দর কাটবে। আজ আপনি ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে প্রস্তুত। আজ শারীরিক সুস্থতা বজায় থাকবে । যদিও, মেজাজের দিক থেকে আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন ৷ সেই কারণে বিষণ্ণ বোধ করতে পারেন।

সিংহ: আপনাকে ব্যয় কমাতে হবে। শেয়ারবাজারে আপনি যে ঝুঁকি নেন, তাও কম করতে হবে। যদিও, আর্থিক লাভের জন্য আজ দিনটি ভালো। আপনাকে সমঝোতার মূল্য বুঝতে হবে। সঙ্গীর সঙ্গে মতপার্থক্য সামলানোর ক্ষেত্রে ধৈর্য ও সহনশক্তি আপনাকে সাহায্য করবে। আপনাকে সঙ্গীর অনুভূতিগুলি বুঝতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ দিনটি খুব একটা অনুকূলে থাকবে না।

কন্যা: খুব সম্ভবত আপনি কোনও লেখালেখি বা শৈল্পিক কাজে মনোনিবেশ করবেন ৷ যা কিনা অসাধারণ ফল এনে দেবে। একটি উৎসাহ এবং উদ্যমে ভরা দিন আসতে চলেছে। যদিও সাংসারিক এবং পেশাগত দুই ক্ষেত্রেই কিছু কিছু সমস্যা উদ্বেগ নিয়ে আসতে পারে। এই পরিস্থিতিগুলি সামলানোর জন্য, আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে।

তুলা: বাড়ি সংস্কারের জন্য আজ খুব ভালো দিন। আপনার উদ্ভাবনী দক্ষতার সাহায্যে আপনি আপনার বাড়ি শৈল্পিকভাবে সাজিয়ে তুলতে পারবেন। এই কর্মব্যস্ত দিনে একসঙ্গে অনেকগুলো কাজ করার জন্য প্রস্তুত থাকুন। আপনি খুব সহজে এবং মসৃণভাবে আপনার কাজগুলো সম্পন্ন করতে পারবেন। আপনার পেশার দিকে মনোযোগ দেওয়ার জন্য আজ খুব ভালো দিন ৷ যা কিনা আপনার পকেটে আরও টাকা আসতে সাহায্য করবে। আপনার আর্থিক শক্তি বাড়াতে নতুন পদ্ধতি ও উপায় শেখার জন্য আজকের দিনটি খুবই ভালো।

বৃশ্চিক:আপনার জীবন ধীরে ধীরে রোম্যান্স এবং প্রেমে ভরে উঠছে ৷ কাজেই আপনি সারা শহর রাঙিয়ে দিতে চাইবেন। আজ হয়ত আপনার সেই ‘বিশেষ ব্যক্তির’ সঙ্গে দেখা হবে ৷ আপনার জীবনে প্রেম প্রস্ফুটিত হতে দেখবেন। বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা আছে ৷ সম্ভাব্য পাণিপ্রার্থীর দেখাও পেতে পারেন। আর্থিক দিক থেকে আপনি সৌভাগ্যশালী হবেন। আর্থিক বিষয়ে আপনার সিদ্ধান্ত দৃঢ় হবে এবং একবার সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে আপনি তার পরিবর্তন করতে চাইবেন না।

ধনু: আপনি অসাধারণ যে সব কাজ করেছেন, তার কোনও প্রশংসাই পান না। এখনও দুঃখ পাওয়া ছাড়া আর কিছুই আপনি পাননি। যদিও, যে স্বীকৃতি আপনি চান তাতে বিলম্ব হচ্ছে ৷ কিন্তু তা অস্বীকৃত হবে না ৷ আবেগজনিত বিষয়ে আপনাকে আজ খুবই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ দিনটি খুব বেশি ভালো না। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার খুবই অবসন্ন বোধ হতে পারে।

মকর: অংশীদারী ও কাজের প্রকল্পগুলি আপনাকে এতই ব্যস্ত রাখবে, আপনার অন্য কোনও কিছুর জন্যই সময় থাকবে না। আপনার যোগাযোগের দক্ষতা ও কূটনৈতিক বুদ্ধির সাহায্যে আপনি যে শুধু মিটিংগুলিতে প্রশংসা কুড়োবেন তাই নয়, তার পাশাপাশি লোকজন ও পরিস্থিতির সঠিক বিচার করতে পারবেন ৷ সঠিক মতামতে গঠন করতে পারবেন। সাধারণত আর্থিক বিষয়ে আপনি খুবই হিসেবি ৷ অনেক ভেবেচিন্তে খরচ করেন। কিন্তু আজ আপনি অন্য লোকজনের মতামত ও চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হয়ে পড়বেন।

কুম্ভ: সকল কাজ বা প্রকল্পের খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ বিচার করতে আপনি ভালোই জানেন ৷ তার ফলে আপনার প্রচুর মূল্যবান সংস্থান খরচ হয়। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার সময়ে আপনার এই কার্যকর পরিকল্পনাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। আজ সম্ভবত, অফিসে আপনি প্রচুর কাজে ব্যস্ত থাকবেন।

মীন: আজ আপনি বিদেশে থাকা বহু পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ করবেন ৷ আপনি সম্ভবত কোনও সামাজিক অনুষ্ঠানেও যাবেন। এরকম সম্ভাবনা আছে যে, অবিবাহিত ব্যক্তিরা এই ধরনের সামাজিক পরিস্থিতিতে নিজের সঙ্গীকে খুঁজে পাবেন। যারা স্টক মার্কেটে লেনদেন করেন তাদের লাভ হবে। আপনি অতীতের বিনিয়োগ থেকেও সাময়িক লাভ করবেন। আপনার প্রতিভা/সৃজনশীলতা ও করিতকর্মা স্বভাবের আপনি ভালো ফল পাবেন।

ABOUT THE AUTHOR

...view details