পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

29 জওয়ানকে মায়ানমারে ফেরত পাঠাল মিজোরাম প্রশাসন - মায়ানমারের সেনা

Myanmar Soldiers Sent Back to Country: হামলার পর ভারতে চলে এসেছিল ৷ 29 সেনা জওয়ানকে মায়ানমারে ফেরত পাঠাল মিজোরাম প্রশাসন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 9:14 PM IST

আইজল, 19 নভেম্বর: মিলিশিয়া গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর সঙ্গে বন্দুকযুদ্ধের পর মিজোরামে পালিয়ে গিয়েছিল 29 জন মায়ানমারের সেনা ৷ তাঁদেরকে রবিবার দেশে ফেরত পাঠানো হয়েছে ৷ এমনটাই মিজোরাম প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন । জানা গিয়েছে, সাম্প্রতিককালে বন্দুকযুদ্ধের পর মিলিশিয়া গোষ্ঠীগুলি মায়ানমার সেনা শিবিরগুলি দখল করে নেয় ৷ এরপরে মোট 74 জন মায়ানমারের সেনা জওয়ান ভারতে পাড়ি দিয়েছিলেন ৷ তাঁদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে ।

পিডিএফ-এর সঙ্গে সংযুক্ত একটি স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর কাছে হেরে এই 29 জন সেনা জওয়ান 16 নভেম্বর মিজোরামে প্রবেশ করেছিলেন । আন্তর্জাতিক সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে মায়ানমারের চিন রাজ্যের তুইবুয়ালে তাদের ক্যাম্প চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) দখল করে নেয় ৷ আধিকারিক পিটিআইকে বলেছেন, "এই সেনা জওয়ানদের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিমানে করে মণিপুরের মোরেতে নিয়ে যাওয়া হয় । মোরে থেকে তারা মায়ানমারের নিকটতম শহর তামুতে চলে যান ৷"

অবিরাম বৃষ্টি হচ্ছিল ৷ যার ফলে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে বলে জানা গিয়েছে ৷ মায়ানমারের সেনারা ভারত ও মায়ানমারের মধ্যে প্রাকৃতিক সীমানা টিয়াউ নদীর কাছে মিজোরামের চাম্পাই জেলার সাইখুমফাইতে পায়ে হেঁটে এসেছিল এবং অসম রাইফেলস এবং রাজ্য পুলিশ তাঁদের অভ্যর্থনা জানায় । তাঁদের দেশে ফেরত পাঠানোর আগে অসম রাইফেলসের হেফাজতে ছিল ।

এর আগে, পিডিএফ মায়ানমার সেনার শিবিরগুলি দখল করেছিল ৷ তারপরে মিজোরামে পালিয়ে আসা 45 জন মায়ানমার সেনাকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল । বর্তমানে ভারত-মায়ানমার সীমান্তে পরিস্থিতি শান্তিপূর্ণ এবং 15 নভেম্বর থেকে কোনও সংঘর্ষের খবর নেই ৷ গত সপ্তাহে প্রতিবেশী দেশে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 5 হাজার সাধারণ নাগরিক মিজোরামে পাড়ি দিয়েছিল । তাদের বেশিরভাগই দেশে ফিরে গিয়েছে ৷(সংবাদ সূত্র- পিটিআই)

আরও পড়ুন:

  1. মোরেহতে 32 মায়ানমার অভিবাসীকে গ্রেফতার মণিপুর পুলিশের
  2. মণিপুরে হিংসা জাতিগত নয়! মায়ানমার ও বাংলাদেশকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details