আইজল, 19 নভেম্বর: মিলিশিয়া গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর সঙ্গে বন্দুকযুদ্ধের পর মিজোরামে পালিয়ে গিয়েছিল 29 জন মায়ানমারের সেনা ৷ তাঁদেরকে রবিবার দেশে ফেরত পাঠানো হয়েছে ৷ এমনটাই মিজোরাম প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন । জানা গিয়েছে, সাম্প্রতিককালে বন্দুকযুদ্ধের পর মিলিশিয়া গোষ্ঠীগুলি মায়ানমার সেনা শিবিরগুলি দখল করে নেয় ৷ এরপরে মোট 74 জন মায়ানমারের সেনা জওয়ান ভারতে পাড়ি দিয়েছিলেন ৷ তাঁদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে ।
পিডিএফ-এর সঙ্গে সংযুক্ত একটি স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর কাছে হেরে এই 29 জন সেনা জওয়ান 16 নভেম্বর মিজোরামে প্রবেশ করেছিলেন । আন্তর্জাতিক সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে মায়ানমারের চিন রাজ্যের তুইবুয়ালে তাদের ক্যাম্প চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) দখল করে নেয় ৷ আধিকারিক পিটিআইকে বলেছেন, "এই সেনা জওয়ানদের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিমানে করে মণিপুরের মোরেতে নিয়ে যাওয়া হয় । মোরে থেকে তারা মায়ানমারের নিকটতম শহর তামুতে চলে যান ৷"