পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চলতি বছরে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, করোনা আক্রান্ত প্রায় 29 হাজার

বেশ কিছুদিন ধরেই দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী । চলতি বছরে গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সর্বাধিক । দেশে 3 কোটি 50 লাখ 64 হাজার 536 জনকে করোনা প্রতিষেধক দেওয়া হয়েছে ।

corona
corona

By

Published : Mar 17, 2021, 12:48 PM IST

দিল্লি, 17 মার্চ : দেশে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 28 হাজার 903 জন । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 24 হাজার 492 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 14 লাখ 38 হাজার 734 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 188 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 131 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 59 হাজার 44 জনের । গত 24 ঘণ্টায় 17 হাজার 741 জন সুস্থ হয়ে উঠেছেন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 1 কোটি 10 লাখ 45 হাজার 284 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 34 হাজার 406 ।

আরও পড়ুন : করোনা সংক্রমণ এড়াতে নিয়মবিধি মেনে দোল খেলার আবেদন ফিরহাদ হাকিমের

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছেন 23 লাখ 47 হাজার 328 জন । সুস্থ হয়ে উঠেছেন 21 লাখ 54 হাজার 253 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 10 লাখ 94 হাজার 294 জন । সুস্থ হয়ে উঠেছেন 10 লাখ 63 হাজার 444 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 62 হাজার 339 জন । সুস্থ হয়ে উঠেছেন 9 লাখ 40 হাজার 489 জন ।

ABOUT THE AUTHOR

...view details